নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রাতে টিউশন আর দিনে প্র্যাক্টিস করে চলেছে সাজ্জাতের জীবন। স্বপ্নে বিভোর সাজ্জাত দমে যেতে চাননা, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান দেশের সেরা একজন লেগ স্পিনার হিসেবে। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখানো বাবা তার অল্প বয়সে মারা যাওয়ায় সাজ্জাতের জীবন টা হয়ে যায় কন্টকাকীর্ণ।রাতে টিউশন করে পাওয়া অর্থ থেকে নিজের খেলার ব্যয়ভার বহন করেন সাজ্জাত। সুদীর্ঘ পথ পাড়ি দিতে যে একজন মেন্টর প্রয়োজন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই উদীয়মান প্রতিভাবান ক্রিকেটার। কুমিল্লার মেঘনা উপজেলার সোনার চর গ্রামে বেড়ে উঠা সাজ্জাত এখন রাজধানীর ক্লেমন ইন্দিরা রোড ক্রিকেট একাডেমীতে অনুশীলন করছেন। শেন ওয়ার্নের বোলিং দেখে ক্রিকেটে লেগ স্পিনার হিসেবে আবির্ভাব।
নিউজক্রিকেট টুয়েন্টিফোরের সঙ্গে নিজের স্বপ্ন, লক্ষ্য নিয়ে খোলামেলা কথা বলছেন। পাঠকদের উদ্দেশ্যে তার মুল অংশ টুকু তুলে ধরা হলো।
নিউজক্রিকেট: ক্রিকেটে পদার্পণ সম্পর্কে যদি বলতেন…
সাজ্জাত: ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে বেশ পছন্দ করতাম। রবি স্পিন হান্টের মাধ্যমে আমার ক্রিকেটের যাত্রা শুরু। এরপর থেকে বিভিন্ন কর্পোরেট লীগে খেলেছি। আল্লাহর রহমতে ভাল বল করার কারনে অনেক প্লেয়ার বলেছেন বিসিবি নিয়ন্ত্রিত ঘরোয়া ক্রিকেটে আমার খেলার সক্ষমতা আছে।আমিও তা বিশ্বাস করি।
নিউজক্রিকেট: বোলার হিসেবে কাকে অনুকরন করেন কিংবা আদর্শ মানেন?
সাজ্জাত: শেন ওয়ার্নকে। উনাকে আমার এত ভাল লাগে যে ওর স্টাইলেই আমি বল করি।
নিউজক্রিকেট: বোলিংয়ে শক্তির জায়গা কোনটি?
সাজ্জাত: আমি লেগ স্পিনের পাশাপাশি গুগলি ভাল দিতে পারি। যদি বলি গুগলি টা আমার বলের একটি অন্যতম বিশেষত্ব।
নিউজক্রিকেট: খেলার ব্যয়ভার বহন করেন কে?
সাজ্জাত: আমি নিজেই। ২০১০ সালে বাবা মারা যায়। বাবার স্বপ্ন ছিলো আমাকে ক্রিকেটার বানাবে। তিনি না থাকায় আমার চলাটা অনেকটা কষ্ট হলেও আমি হাল ছাড়িনি। দিনে প্র্যাক্টিস রাতে টিউশন করি।
নিউজক্রিকেট: ক্রিকেট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?
সাজ্জাত: আমার স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলে খেলা বিশেষ করে টেস্ট সংস্করণে। টি-টোয়েন্টিতে ও আমি ভাল বল করি। প্রথমত বিসিএল/এনসিএল সহ বিসিবি নিয়ন্ত্রিত ঘরোয়া ক্রিকেটে খেলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করতে চাই। সেক্ষেত্রে আমাকে যদি ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ করে দেন তাহলে আমি অনেক উপকৃত হব।
নিউজক্রিকেট: খেলতে গিয়ে কাদের পরামর্শ পেয়েছেন ?
সাজ্জাত: ঢাকা প্লাটুনের হয়ে নেট বোলার হিসেবে আমি তামিম ভাই, মমিনুল ভাইয়ের বিপক্ষে বল করার সুযোগ হয়েছে। তামিম ভাই আমার গুগলির প্রশংসা করেছেন। মাশরাফি ভাই ও আমাকে অনুপ্রাণিত করেছেন। কোচ সালাউদ্দিন স্যার ও রাসেল স্যার আমাকে বেশি বেশি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন।
নিউজক্রিকেট: জাতীয় দলে কিংবা প্রতিযোগিতামুলক ক্রিকেটে লেগ স্পিনার হিসেবে যারা সুযোগ পেয়েছেন তারা ওভাবে নিজেদের মেলে ধরতে পারেন নি। এক্ষেত্রে তো অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সেটাকে কিভাবে দেখছেন?
সাজ্জাত: সেটা আমি জানি। এখানে পাহাড় সমেত চ্যালেঞ্জ। তবে আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমি প্রত্যাশা করি যদি ঘরোয়া ক্রিকেটে সুযোগ পাই তাহলে আমি সেখানে নিজেকে প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ।
নিউজক্রিকেট: ক্রিকেটে বা ব্যক্তিগত জীবনে অভিভাবকের প্রয়োজন অনুভব করেন?
সাজ্জাত: তা তো অবশ্যই। বড় ভাই সাহস দেন কিন্তু ক্রিকেটে আমার একজন মেন্টর বলেন, অভিভাবক বলেন এমন একজন মানুষ দরকার যিনি আমাকে একজন ভাল মানের ক্রিকেটার হয়ে উঠতে সহায়তা করবে।
সাজ্জাতের মত প্রতিভাবান ক্রিকেটাররা পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে ক্রিকেট বিশ্বের অন্যান্য দেশের মত তারাও বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে। লেগ স্পিনার সাজ্জাতের দায়িত্ব নেওয়ার কেউ কি আছেন?