নিউজ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমানে নিয়মিত সদস্য সৌম্য সরকার এবং লিটন দাস৷ প্রতিভায় পূর্ণ এবং বিসিবিও আস্থা রাখছেন তাদের উপরে বরাবরই। দেশের ক্রিকেটে এখন তারা বর্তমানে কিছুটা সিনিয়র প্লেয়ার হিসেবেই প্রতিষ্ঠিত। বেশ অনেকদিন ধরেই খেলে আসছেন এই দুই মারকুটে ব্যাটসম্যান। নজর কেড়েছেন অনেক কিংবদন্তীর। এবার নজর কাড়লেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ।
সাকিব-মুশফিকদের সাথে বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিংয়ের গভীরতা বাড়িয়েছেন এই দুই ক্রিকেটার এমনটিই মনে করেন সাবেক এই পেসার। জাতীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এসকল কথা উল্লেখ করেন সাবেক এই পাক ক্রিকেটার। এসময় বাংলাদেশ ক্রিকেট দলেরও ভূয়সী প্রশংসা করেন আকিব জাভেদ।
পাকিস্তানের থেকেও বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং গভীরতা বেশী বলে মনে করেন আকিব। এছাড়া ব্যাটিংয়ের বিকল্পও বাংলাদেশের হাতে বেশী রয়েছে বলে জানান আকিব জাভেদ। আকিব জাভেদের মতে,’ সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের পাশে লিটন সৌম্যদের মত ব্যাটসম্যানরা ব্যাটিং গভীরতা বাড়িয়েছে। আমার মনেহয় পাকিস্তানের থেকে বাংলাদেশের ব্যাটিং বিকল্প বেশী।’
তবে এখনও বাংলাদেশ তাদের ঘরোয়া ক্রিকেটের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারেনি বলে জানান আকিব। আইপিএল এর মত চিন্তাভাবনা না করে বিপিএল বা পিএসএলে প্রতিভা খোঁজার পরামর্শ দিয়েছেন আকিব জাভেদ। আইপিএলের মত অত টাকার ঝনঝনানি নেই বাংলাদেশ কিংবা পাকিস্তান কারওই। এখানে তাদের অনুসরণ না করে প্রতিভা খোঁজ করার কথা বলেছেন আকিব।
আকিব জাভেদের ভাষায়, ‘তারা (ইন্ডিয়া) আইপিএলে বিনোদনের অনেক উপাদান ব্যাবহার করে। যেটি বাংলাদেশের বাস্তবতায় সম্ভব নয়। আমি মনে করি বিপিএল বা এ ধরণের টুর্নামেন্টের প্রধান লক্ষ হওয়া উচিৎ প্রতিভা খুঁজে বের করা৷ এসব টুর্নামেন্টে আমার আগ্রহ এই যায়গাতেই। তবে একটা কথা বলি, বাংলাদেশ কিন্তু তাদের ঘরোয়া টুর্নামেন্টের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারেনি।’
নিউজ ক্রিকেট/কেএমএইচ