নিজস্ব প্রতিবেদক »
মহামারী করোনার কারণে ক্রিকেট মাঠের বাইরে, এই সময়ে ক্রিকেট প্রেমীদের আনন্দ দিতে ক্রিক নিউজ২৪ ক্রিকেট বিশ্লেষক ও ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডার আয়োজন করছে নিয়মিতই।গতকালকের লাইভ আড্ডায় অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। আড্ডার এক পর্যায়ে তিনি কথা বলেন লিটন কুমার দশকে নিয়ে। তখন তিনি বলেন লিটন দাসকে নিয়ে তিনি বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের একজন নিয়মিত মুখ লিটন কুমার দাস। প্রায় ৩ বছর ধরে নিয়মিত খেলে যাচ্ছেন বাংলাদেশের হয়ে।তিন ফরম্যাটেই তিনি নিয়মিত মুখ। ঘরোয়া ক্রিকেটে লিটনের পারফরমেন্স ছিলো দুর্দান্ত, ও ধারাবাহিক।কিন্তু জাতীয় দলে আসর পর দেখা যায়নি সেই ধারাবাহিকতা। তবে গত একবছর ধরে জাতীয় দলেও পারফর্ম করছেন নিয়মিত ভাবে। সর্বশেষ সিরিজেও পেয়েছেন দুটি শতকের দেখা।এই বিষয় নিয়ে নিউজ ক্রিকেট ২৪ এর লাইভে সাবেক ক্রিকেটার হান্নান সরকার বলেন, ‘লিটনকে আমি খুব কাছ থেকে দেখেছি, ২০১৫ সালে যখন আবাহনীর কোচ হিসেবে খেলেছিলাম সেবার লিটন আবাহনীতে ছিলো। ঐ বছর ও সেরা রান সংগ্রাহক ছিলো।’
লিটন দাসকে সবাই হার্ডহিটার হিসেবে চিনলেও তাকে হার্ডহিটার বলতে নারাজ হান্নান সরকার, তিনি লিটনকে আখ্যা দিয়েছেন একজন সুইট টাইমার হিসেবে। এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে লিটন সুইট টাইমার, ও কিন্তু অনেকের মতো অনেক হার্ডহিটার ব্যাটসম্যান না । ও বলকে ভালোভাবে টাইমিং করে, ওর টেকনিক্যাল গুন হলো ও বলটাকে টাইমিং করতে পারে, ও একজন ভালো টাইমার।’
লিটন দাস জাতীয় দলে আসর পর থেকে খেলায় পরিবর্তন এনেছিলেন বলে লক্ষ্য করেছেন হান্নান সরকার, লিটন চেষ্টা করেছে হার্ডহিটার হওয়ার। তবে এখন সেখান থেকে বের হতে পেরেছে, লিটন আবারো নিজের পুরনো টেকনিকে ফিরতে পেরেছে বলে মনে করেন হান্নান সরকার। এ বিষয়ে তার ভাষ্য, ‘ওকে যখন ইন্টারন্যাশনল ক্রিকেটে দেখলাম, তখন লক্ষ্য করলাম ও জোর করে ব্যাট করতো, মনে পাওয়ার হিটিংয়ের চেষ্টা করতো।তখন ওর টেকনিকে আমি কিছু চেইন্জ দেখেছিলাম। ডানহাতি ব্যাটসম্যান এর বটমের যে কন্ট্রোল তা কমে গিয়েছিল, বাম হাতের ইউজ কমে গেছিলো ডান হাত বেশি ইউজ করতো।পরে অবশ্য আগের জায়গা টা সে ফিরিয়ে এনেছে।কোচরা কাজ করেছে, আমিও যেহেতু ওকে ভালো করে চিনি আমিও ওর সাথে এই বিষয়ে কথা বলছি।’
লিটন তার পুরনো টেকনিক ফিরিয়ে আনতে পেরেছে বলে মনে করেন হান্নান সরকার, এর জন্য লিটন অনেক পরিশ্রম করেছেন বলেও জানান তিনি। তিনি বলেন, ‘আমি লাস্ট দুই বিপিএল এ সিলেট এবং রাজশাহীর টিম ম্যানেজার ছিলাম, তখনও লিটনকে কাছ থেকে দেখা হয়েছে, তো সে তার আগের টেকনিকে ফিরে আসছে, সে বলটাকে টাইমিং করার চেষ্টা করছে, বটমের ইউজ টা কমিয়ে আগে সে যে কাজ টা করতো সেই টপ হ্যান্ড কন্ট্রোল বা ব্যন্টিং এর যে একটা গ্রাফ থাকে একটা প্ল্যান থাকে সেই প্রসেসে আবার ফিরে এসেছে, সো এই কারণে আমার মনে হয় যে লিটন আবার ফর্মে ফিরে এসেছে, এবং রান করার প্রসেস খুঁজে পে, সো আমরা তার থেকে বড় রান আশা করতে পারি।’
লিটনের পুরনো জায়গায় ফিরে আসার পিছনের পরিশ্রম নিয়ে তিনি আরো বলেন, ‘আমি বিপিএলেও দেখেছি লিটন আগের অবস্থায় ফিরে আসার জন্য অনেক ওয়ার্ক আউট করেছে । নেটে অনেক পরিশ্রম করেছেন, দলের প্রাকটিস শেষ হওয়ার পরেও আলাদা ভাবে কাজ করেছে ।এবং সে সাফল্য পেয়েছে, এবং বাংলাদেশকে বড় রানের সাফল্য দিয়েছে। গত বিপিএলের পর থেকে এই বিপিএল এ লিটনের মধ্যে ডেডিকেশনের পরিবর্তন লক্ষ্য করেছে। আমি শিওর যে সে দীর্ঘ দিন এই ডেডিকেশন কন্টিনিউ করতে পারবে, এবং ভালো পারফর্ম করবে। তাই তাকে নিয়ে বড় সপ্ন দেখতে শুরু করেছি।’
নিউজক্রিকেট/সুফিয়ান