নিউজ ডেস্ক »
করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব এক রকম অচল হয়ে গিয়েছিলো। করোনার বিস্তার এখনো কমেনি, বরং বাড়ছে। কিন্তু এর কারণে অনেক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। যার ফলে বিভিন্ন দেশ তাদের লকডাউন তুলে নিচ্ছে। আর ধীরে ধীরে মাঠে ফিরছে খেলাধুলা। কিছুদিন আগে ইংল্যান্ডের, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অনুশীলনে ফিরেছেন। এবার ফিরছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা।
দক্ষিণ আফ্রিকান ক্রীড়া মন্ত্রী এক সংবাদ সম্মেলনে ক্রিকেট ফেরার অনুমতি দেন। সাথে দিয়েছেন অনেক দিক নির্দেশনা। ক্রিকেট মাঠে ফেরানোয় ক্রীড়া মন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বোর্ড ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
এই বিষয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাকস ফল গনমাধ্যমকে বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকার ক্রীড়া ও বিনোদন এসআরএসএ’র সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। তারা ক্রিকেট মাঠে ফেরানোকে সমর্থন করে। ক্রিকেট পরিচালনার জন্য এটি আমাদের উৎসাহ দিবে।’
ফল আরো বলেন, ‘নিয়মকানুন গুলো বর্তমানে শুধু পেশাদার ক্রিকেটের জন্য। আমাদের পরবর্তী প্রটোকল তৈরি করে পদক্ষেপ নিলে তা আমরা এসআরএসএ কে জানাবো তাদের অনুমতির জন্য। প্রক্রিয়াটি সামনের দিকে অগ্রসর করার জন্য শীঘ্রয়ই আমাদের কোভিড-১৯ স্টিয়ারিং কমিটির সভা আহ্বান করবো।’
কোনো ক্রিকেটার, কোচিং স্টাফ, কর্মীদের জোর করা হবেনা বলে জানিয়ে ফল আরো বলেন, ‘জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের কেবল অনুশীলনের জন্য ডাকা হবে। কোনো খেলোয়াড় কোচিং স্টাফ, কর্মী যোগ না দিলে তাদের জোর করা হবেনা।’
বাংলাদেশ সময়ঃ ১১:০০ পিএম
নিউজক্রিকেট /আরআর