নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের মহামারীতে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে আর বাড়ানো হবেনা লকডাউন। এবার সীমিত পরিসরে নয়, পুরোদমে চলবে দেশের সকল কার্যক্রম। তবে নিয়ম এবং নিজের সুরক্ষাবলয় মেনেই এই কার্যক্রম চালাতে বলেছন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে নানান আলোচনা-সমালোচনা হলেও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা এতে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
শনিবার এক আলোচনায় মাশরাফি বিন মর্তুজা এসব কথা জানান তিনি। দেশের অর্থনৈতিক কারণে কখনও না কখনও এই সিদ্ধান্ত নিতেই হতো বলেও জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক। নিজেকে সুরক্ষাবলয়ে রেখেই কাজ করার পরামর্শ দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন,’ অর্থনীতির চাকা ঠিক রাখার জন্য, সবাই মিলে যে সিদ্ধান্তটা হয়েছে, এটা সময়ের ব্যাপারই ছিল। নেক্সট এক বছর যদি সেটা কন্টিনিউ করে তাহলে আমাদের কোনো না কোনো একটা সিদ্ধান্ত নিতে হত, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতেন।’
এছাড়াও শাস্তি বা আইন করে গনতান্ত্রিক দেশে শৃঙ্খলা আনা যায়না। নিজেদের ব্যাক্তি পর্যায়ে নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। মাশরাফির মতে,’ আমার মনে হয়, এটা এখন ব্যক্তিগত পর্যায়ে এসে পৌঁছেছে। আমি নিজে কতটা ভালো বুঝি, আমার আসলে কতটুকু সতর্কতার সাথে চলা উচিৎ সেটা বোঝা উচিৎ সবার।’
এছাড়াও বিওউন্ড দ্যা প্যান্ডামিক আলোচনায় মাশরাফি ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী অংশ নিয়েছিলেন। এসময় করোনা ভাইরাসের পরবর্তী করনীয় নিয়ে আলোচনায় উঠে আসে এসকল বক্তব্য।
বাংলাদেশ সময়ঃ ১০:২৫ এএম
নিউজক্রিকেট/কেএমএইচ