নিউজ ডেস্ক »
সদ্য ঘোষিত আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিয়ে এ সেরা পাঁচে উঠে এসেছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে দারুণ ব্যাট করার ফল পেয়েছেন হাতেনাতে। এদিকে বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের সাদা বলের অধিনায়ক বাবর আজম। তবে বড় উন্নতি হয়েছে আরেক ইংলিশ ব্যাটসম্যান টম ব্যান্টনের!
১৫২ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১০০ এর মধ্যে প্রবেশ করেছেন টম ব্যাটন। বর্তমানে তিনি অবস্থান করছেন ৪৩ নম্বরে। এছাড়া দূর্দান্ত পার্ফরমেন্স করা অভিজ্ঞ মোহাম্মদ হাফিজও বেশ উন্নতি করেছেন র্যাঙ্কিংয়ে।
হাফিজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে মাঠে গড়ানো দুই ম্যাচেই ২টি অর্ধশতক সহ ১৫৫ রান করে হয়েছেন সিরিজ সেরা। পূর্বের অবস্থান ৬৮ নম্বর থেকে এখন নিঃশ্বাস ফেলছেন ব্যান্টনের ঘাড়ে। দূর্দান্ত পার্ফরমেন্স করা হাফিজের অবস্থান ৪৪। এছাড়া এক ধাপ এগিয়ে ২২ এ অবস্থান করছেন জনি বেয়ারস্টো।
নিউজক্রিকেট২৪/ এইচএএম