নিউজ ডেস্ক »
মেসি নাকি রোনালদো সময়ে সেরা ফুটবলার নির্বাচনে এই বিতর্ক বহু পুরোনো। কেউ মেসিকেই সেরা মানেন৷ আবার কেউ রোনালদোকে এগিয়ে রাখেন মেসির থেকে। তবে মাঠের ফুটবলার রোনালদোকে সেরা না মানলেও পরিশ্রমী এবং অধ্যবসয়ী রোনালদোর প্রশংসা না করে পারবেনা কেউই। রোহিত শর্মার কাছেও রোনালদো শুধু সেরা খেলোয়াড়ই নয়। রোনালদোকে রাজা হিসেবেই আখ্যায়িত করেছেন রোহিত শর্মা।
শুক্রবার (১৫’ই মে) তামিম ইকবালের সাথে ফেসবুক লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা। দু’জনেই ছিলেন রোনালদোর পুরদস্তুর ভক্ত। বিভিন্ন সময় এদের সেঞ্চুরি সেলিব্রেশনও হয় রোনালদো স্টাইলেই। লাইভে তামিম ইকবালের কথার প্রসঙ্গে রোহিত শর্মা বলেন,’ রোনালদোকে কে ভালোবাসি না? রোনালদো ইজ দ্য কিং। সে তার পেশাদার ক্যারিয়ারে যা করেছে তা অসাধারণ। ওর অর্জনের সামনে তুমি মাথা নত করতে বাধ্য। ও যে জায়গা থেকে উঠে এসছে, সেখান থেকে এমন অবস্থায় পৌঁছাতে ওকে অনেক কষ্ট করতে হয়েছে।’
গত ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় কার্ডিফে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে জুভেন্টাসের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। তখন রোনালদো খেলেছিলেন মাদ্রিদের হয়ে। সেবার দলের কাছ থেকে ছুটি নিয়ে সেই ম্যাচটি উপভোগ করেন তামিম ইকবাল। ম্যাচটি রোনালদোর জোড়া গোলে সেবার শিরোপা জিতেছিলো রিয়াল মাদ্রিদ। তবে সেবার রোহিত শর্মার দেখার সৌভাগ্য না হলেও এল ক্লাসিকো দেখেছিলেন তিনি। রিয়ালের ঘরের মাঠে বার্সাকে ২-০ গোলে হারিয়েছিলো রিয়াল মাদ্রিদ। রোহিত শর্মা বলেন, ‘আমিও আমার সতীর্থদের বলেছিলাম (কার্ডিফে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল দেখতে)। তবে শেষপর্যন্ত আর হয়নি। তবে আমারও একবার সুযোগ হয়েছে সরাসরি রিয়াল মাদ্রিদের খেলা দেখার। আমি এল ক্লাসিকো দেখেছিলাম রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। সেই ম্যাচে বার্সাকে ২-০ গোলে হারিয়েছিল। রিয়াল ওই ম্যাচ দুর্দান্ত খেলেছিল।’
বাংলাদেশ সময়: ১১:৫০ এএম
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ