রুট-স্টোকসরা পরবে করোনোযোদ্ধাদের নাম লেখা জার্সি

নিউজ ডেস্ক »

আগামী মাসে শুরু হতে যাওয়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজে করোনাযোদ্ধাদের নাম লেখা জার্সি পরবেন ইংলিশ ক্রিকেটাররা। তিন ম্যাচের টেস্ট সিরিজ চলাকালীন সময়ে ফ্রন্টলাইনারদের নাম লেখা জার্সি গায়ে অনুশীলন করবে ইংল্যান্ড দল। আর এমনটাই জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মূলত করোনাভাইরাসের সময়টাতে সামনে থেকে যারা লড়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মী ও অন্যদেরকে সম্মান জানাতে #রেইজদ্যব্যাট নামকরণ করা হয়েছে এই সিরিজের।

ক্রিকেটাররা কাদের নাম লেখা শার্ট পরবেন তাঁদের নির্বাচন করবে ইংল্যান্ডের স্থানীয় ক্রিকেট ক্লাবগুলো। শিক্ষক, চিকিৎসক, নার্স, খাদ্য সরবরাহকারী, সমাজকর্মী যাদের নাম উঠবে জার্সিতে তাঁদের সাহসী গল্পগুলো ইসিবির বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে উপস্থাপনও করা হবে।

জার্সিতে যাদের লেখা থাকবে তাঁদের একজন ডার্লিংটন মেমোরিয়াল হাসপাতালের অ্যানেসথেটিকস ও ক্রিটিকাল কেয়ার বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার বিকাশ কুমার। তিনি ডাক্তার হলেও অবসরে ক্রিকেট খেলেন। নিউক্যাসলের কাউগেট ক্রিকেট ক্লাব ও গিলি বয়েজ অ্যামেচার ক্লাবের নিবন্ধিত একজন খেলোয়াড় বিকাশ। এছাড়া জার্সিতে নাম থাকবে এমিলি ব্লেকমোর নামের এক নার্সের। অবসরে অ্যাস্টউড ব্যাংক ক্রিকেট ক্লাবে খেলার পাশাপাশি অবসর সময়ে তিনি বাচ্চাদের ক্রিকেটও শেখান।

জার্সিতে তাঁর নাম থাকবে জেনে তিনি বলেন, ‘ইংল্যান্ডের পুরুষ দলের কোনো একজনের আমার নাম লেখা জার্সি পরাটা অনেক সম্মানের। কত মানুষের দুঃসময় যাচ্ছে, সামনে আরও কত কঠিন কাজ পড়ে আছে আমাদের। তবে একটু ক্রিকেট দেখতে পারার রোমাঞ্চ কোন অংশেই কম নয়। আশা করছি জো রুট ও তাঁর দল আমাদেরকে খুশি হওয়ার মতো কিছু উপহার দিতে পারবে। যদি ক্রিকেট না থাকে তবে গ্রীষ্মকাল আবার কেমন গ্রীষ্মকাল।’

ইসিবির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। রুট ধন্যবাদ দিতে ভুল করেন নি ওয়েস্ট ইন্ডিজকেও। তিনি বলেন, ‘এই সময়টার জন্য আমাদের কত লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ না থাকলে অবশ্য আমরা এখানে আসতেই পারতাম না। সফরে আসায় তাঁদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। যেহেতু আমরা আমাদের প্রিয় খেলাটা খেলতে নেমেছি তাই আমাদের চাওয়া সাহসী সেই সব কর্মীদের সম্মান জানাতে। তাঁদের নাম ধারণ করবো গর্বের সঙ্গে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »