নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষবারের শ্রীলঙ্কা সফরেও রুট ব্যাট হাতে রানের ফোয়ারা দেখিয়েছেন। এবারের শ্রীলঙ্কা সফরে রুটের মতো করে সেই পথেই হাঁটতে চাইছেন অস্ট্রেলিয়ার ব্যাটার মারনাস ল্যাবুশেন।
আন্তর্জাতিক ক্যারিয়ারে উপমহাদেশে কেবল একবারই সফর করেছেন ল্যাবুশেন। সেটাও কয়েকমাস আগে পাকিস্তান সফর। এবারের শ্রীলঙ্কা সফরে স্পিন আক্রমণ ও প্রতিকূল পরিবেশের বিপরীতে লড়াই চালিয়ে যেতে হবে তাকে। এ কারণে রুটকেই ‘আইডল’ মানছেন ল্যাবুশেন।
তিনি বলেন,”আমার জন্য উপমহাদেশে এটাই সত্যিকারের চ্যালেঞ্জ। এবার সেই চ্যালেঞ্জকে জয় করতে চাই। জো রুট সেখানে অসাধারণ খেলেছে। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কীভাবে সে সেখানে খেলেছে তা নিয়ে। দল হিসেবে আমরা বিশ্বসেরা হতে চাই। আমরা কোথায় খেলতে গেলাম, সেটা ব্যাপার না। আমরা জিততে চাই সবসময়। আমি মনে করি শ্রীলঙ্কাতেও আমরা তাই করব। সেখানে অনেক গরম, ঘাম ঝরবে অনেক। তবুও মানিয়ে নিতে হবে।”