রিচার্ড-বোথামের নামে নামকরণ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের

নিউজ ডেস্ক »

দীর্ঘ বিরতির পরে করোনার বাধা পিছনে ফেলে মাঠে ক্রিকেট ফিরেছে। ইংল্যান্ডে চলছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের টেস্ট সিরিজ। যার শেষ টেস্টটি গতকাল থেকে মাঠে গড়িয়েছে ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে। এই সিরিজের নাম উইজডেন ট্রফি। তবে এই সিরিজের নাম পরিবর্তন করে পরবর্তী সিরিজ থেকে করা হবে রিচার্ড – বোথাম ট্রফি।

ক্রিকেট ইতিহাসে স্যার ভিভ রিচার্ডস ও স্যার ইয়ান বোথামের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটারদের মধ্যে এই দুইজন অন্যতম। দুই দেশের এই দুই কিংবদন্তি ক্রিকেটারকে সম্মান দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা সিদ্ধান্ত নিয়েছে  এরপর থেকে দুই দেশের টেস্ট সিরিজের নাম হবে রিচার্ডস-বোথাম ট্রফি। এর আগে সিরিজের নাম ছিলো উইজডেন ট্রফি ।

দুই দলের লড়াইয়ে দারুণ কিছু ম্যাচে খেলেছেন এই দুই সাবেক ক্রিকেটার। সমারসেটে খেলেছেন একসঙ্গেও।উইজডেন ক্রিকেট এক টুইট বার্তায় জানায়, পরবর্তীতে উইজডেন ট্রফির নামকরণ করা হবে রিচার্ড ও বোথামেরের নামে।

এই সংবাদে কৃতজ্ঞতা  প্রকাশ করে স্যার ভিভ রিচার্ডস টুইট করেন: `আমার এবং ইয়ানের নামে এ ধরনের ঐতিহাসিক সিরিজের নাম করায় আমি সম্মানিত। আমি বিশ্বাস করি বছরের পর বছর ধরে খেলার প্রতি অবিচ্ছিন্ন আবেগের পুরস্কার এটি।ধন্যবাদ।`

ইংল্যান্ডের পক্ষে ১০২ টেস্ট ও ১১৬ ওয়ানডে খেলা ইয়ান বোথামের রান যথাক্রমে ৫২০০ ও ২১১৩। সাথে ৩৮৩ ও ১৪৫ টি উইকেট নিয়েছেন এই কিংবন্তি অলরাউন্ডার। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে  ১২১ টেস্টে ৮৫৪০ রানের পাশাপাশি ৩২ উইকেট। এবং ১৮৭ ওয়ানডেতে মাঠে নেমে ৬৭২১ রানের সাথে নিয়েছেন  ১৪৫ টি উইকেট।

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »