নিউজ ডেস্ক »
বিশ্বের সব চেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল)। ভারতীয় ক্রিকেটাররা তাদের নিজেদের এই লিগ ছাড়া বিশ্বের অন্য কোনো লিগ খেলতে পারেননা। তাদের অন্য লিগ খেলার অনুমতি নেই। আর এই নিয়মটি থেকে বিসিসিআইকে সরে আসতে অনুরোধ করেছিলেন সুরেশ রায়না। এবার তার সাথে একমত পোষণ করলেন ভারতের আরেক ক্রিকেটার রবিন উথাপ্পা।
কিছুদিন আগে ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানের সাথে লাইভ আড্ডায় এসেছিলেন সুরেশ রায়না। আড্ডায় এক সময় কথা উঠে ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগ খেলা নিয়ে। সে প্রসঙ্গে রায়না বলেছিলেন, ‘বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগ খেলতে দেয়া উচিত। অন্তত যারা চুক্তির বাইরে আছে তারা। প্রয়োজন হলে তারা আইসিসি কিনবা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলতে পারে৷ অনেক খেলোয়াড় আছে যারা বিদেশি খেলার যোগ্যতা রাখে। এসব লিগ খেলতে পারলে সেটা আমাদের লাভ। আমরা অনেক কিছু শিখতে পারতাম।’
রায়নার এই কথাটির সাথে একমত পোষণ করেছে ভারতের আরেক ক্রিকেটার রবিন উথাপ্পা। উথাপ্পা বিবিসি পডকাস্ট “দুসরাই” এসে বিসিসিয়াইকে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমাদের এবার যেতে দিন। একজন ক্রিকেটার হিসেবে আমরা বিদেশি লিগ খেলতে চাই। আমাদেরও ইচ্ছে হয়। আমরা আরো শিখতে চাই।’
বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলিকে বিষয়টি দেখার আহবান জানিয়ে উথাপ্পা আরো বলেন, ‘দাদা(সৌরভ গাঙ্গুলি) নিজেও একজন ক্রিকেটার ছিলেন। তিনি সব সময় ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চান। আসা করি তিনি আমাদের বিদেশি লিগ গুলো খেলার ব্যাপারে দেখবেন।’
বাংলাদেশ সময়ঃ ১০:০০ পিএম
নিউজক্রিকেট/আরআর