রানে ফিরতে জিম্বাবুয়ে সফরে যাবেন কোহলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী মাসের আগস্টে জিম্বাবুয়ে সফরে যাবে ভারত। সেই সফরে তারুণ্য নির্ভর দল পাঠাবে ভারতের নির্বাচকরা। যদিও জানা গেছে, ফর্মে ফেরার জন্যে বিরাট কোহলিকেও সেই সফরে পাঠাতে চায় ভারতের ম্যানেজমেন্ট।

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ফিগার ছোঁয়া হয়নি তার। উল্টো এখন ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মেই। পুরো ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেছেন কোহলি।

আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে রাখা হয়েছে কোহলিকে। তবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনুষ্ঠেয় সেই জিম্বাবুয়ে সফরে অবশ্যই থাকবেন কোহলি, ভারতীয় সংবাদ মাধ্যম ইনসাইড স্পোর্টসকে এমনটা জানিয়েছে বোর্ডের একটি সূত্র।

বোর্ডের সেই সূত্র বলেছে,”একটা বিশ্রাম তাকে সতেজ করবে বলে আশা করছি। বিশ্রামের পর ফর্মে ফিরতে তার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে হবে। সেজন্য আমরা চাই সে জিম্বাবুয়ে সফরে যাক। ওয়ানডে তার প্রিয় ফরম্যাট এবং এশিয়া কাপের আগে ওই সিরিজ তাকে ফর্মে ফিরতে সহায়তা করবে। এ বিষয়ে আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »