রাত তিনটায় ডেকে তুললেও ডেথ ওভারে ভালো করবে মুস্তাফিজ!

দুর্জয় দাশ গুপ্ত »

এই সংবাদের শিরোনামটা দেখে আপনার চোখে কপালে উঠে যাবে নিশ্চয়ই। নিশ্চয়ই ভাবছেন রিপোর্টার হয়তো রাত তিনটায় নিউজ করতে বসে ভুলভাল কিছু লিখছেন। আসলে তেমন কিছু না। মুস্তাফিজকে নিয়ে এভাবেই বলছিলেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ নিক পোথাস।

এশিয়া কাপের প্রথম ম্যাচটায় ব্যাটিং কিংবা বোলিং কোন দিকেই স্বাগতিকদের থেকে ভালো করতে পারেনি বাংলাদেশ। হারতে হয়েছিলো ৭ উইকেটে। বল হাতে কোন প্রতিরোধই গড়তে পারেনি মুস্তাফিজ। এরপরের তিনটা ম্যাচে বাংলাদেশের একাদশে সুযোগ হয়নি তাঁর। এশিয়া কাপের শেষ ম্যাচটায় ভারতের বিপক্ষে আবারো একাদশে সুযোগ মিলে ফিজের। তবে এবারের প্রেক্ষাপটটা ছিলো ভিন্ন। ডেথ ওভারে দারুণ বল করে ভারতের নিয়ন্ত্রণে থাকা ম্যাচটা বাংলাদেশকে জেতালেন তিনি।

গতকাল মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবারো চিরচেনা মুস্তাফিজ। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি হয়তো এটাই। ৭ ওভার বল করে ১ মেডেনে ২৭ রান খরচায় ৩ উইকেট। নতুন বলে ইনিংস শুরু করে যেমন সফল তেমনি ভেলকি দেখিয়েছেন পুরনো বলেও। মুস্তাফিজের এমন পারফরম্যান্সে খুশি টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শেষে সংবাদ সন্মেলনে টাইগারদের ভারপ্রাপ্ত কোচ আবারো মনে করিয়ে দিলেন মুস্তাফিজের সামর্থ্যের কথা।

ভারপ্রাপ্ত কোচ নিক পোথাস বললেন, ‘দারুণ ব্যাপার এটি। ফিজ (মুস্তাফিজ) মাসখানেক ধরেই খেটে যাচ্ছে, নতুন বলে ছন্দ ফিরে পেতে। অ্যালান ডোনাল্ডের (বাংলাদেশের পেস বোলিং কোচ) সঙ্গে কঠোর পরিশ্রম করেছে। সেগুলোর ফসলই দেখতে পাচ্ছেন।’

পুরনো বলে মুস্তাফিজ সবসময়ই ভালো করেন। সে প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমরা তার ডেথ বোলিংয়ের মান জানি। আপনি তাকে ভোররাত ৩টায় ডেকে তুলে ডেথ বোলিং করতে বলতে পারেন, সে (তখনো) বিশ্বের সেরাদের সঙ্গেই সেটি করবে।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »