নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মেজর ক্রিকেট লীগে নিজেদের ৬ষ্ঠ ম্যাচে আজ রাত ১ ঘটিকায় স্যাটেল অরকাস এর বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের লস এঞ্জেলস নাইট রাইডার্স।
সাকিব আল হাসানের সময়টা ভালো যাচ্ছে না। বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে রান পেলেও অন্যান্য ম্যাচগুলোতে ব্যর্থতার ধারাবাহিকতায় বজায় রয়েছে মেজর লীগেও। এক ম্যাচে ৩৫ ও আরেক ম্যাচে ১৩ বলে ১৮ ব্যতীত ব্যাটে বলে এখানেও ব্যর্থ সাকিব। সাকিবের পাশাপাশি তার দলও ব্যর্থতার মধ্যেই আছে। দূর্দান্ত সব ক্রিকেটার থাকলেও ৫ ম্যাচ খেলে মাত্র ১ জয় পেয়েছে নাইটরা।
যদিও ৬ দলের লীগে ৫ ম্যাচে মাত্র ১ জয়েই ৪র্থ স্থানে আছে লস এঞ্জেলস নাইট রাইডার্স। তবে প্লে অফে খেলতে হলে বাকি ম্যাচগুলোতে ভালো ক্রিকেট খেলতে হবে তাদের। আজ নিজেদের ৬ষ্ঠ ম্যাচে জিততে না পারলে প্লে অফ খেলা অনেক কঠিন হয়ে যাবে নাইটডেদের।
ব্যাটে বলে ব্যর্থতায় থাকা সাকিব দলের ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচ খেলেছেন। আজ একাদশে থাকা নিশ্চিত নয়। তবে সুযোগ পেলে পারফর্ম করার বিকল্প নেই সাকিবের সামনে। দলকে এগিয়ে নিতে এবং নিজে ফর্মে ফিরতে এই ম্যাচ সাকিবের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।