নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত বনাম পাকিস্তানের লড়াই মানেই ভক্ত সমর্থকদের মধ্যে বাড়তি উম্মাদনা, আর তা যদি হয় বিশ্বকাপের মতো বড় মঞ্চে, তাহলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে নিঃসন্দেহে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার লড়াই বেশ কয়েক বছর ধরে জমলেও ভারত পাকিস্তানের সমর্থকদের মাঝে এখনো ভারত পাকিস্তান লড়াই বাড়তি মাত্র যোগ করে। অবশ্য শেষ কয়েকটি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ব্যর্থতার পরিচয় দিয়েছে যদিও।
ওয়ানডে ফরম্যাটেও ভারতের চেয়ে পাকিস্তানের জয় সংখ্যা বেশি, তবে বিশ্বকাপে ভারতের সফলতা বেশি। টি২০ ফরম্যাটে আবার পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। দুই দল ১২ বার টি২০ ফরম্যাটে মুখোমুখি হয়ে ৮ বার জয় পেয়েছে ভারত, ৩ বার পাকিস্তান। এক ম্যাচ টাই হয়েছিল। টি২০ বিশ্বকাপেও ভারতের সফলতা বেশি। অবশ্য সর্বশেষ মুখোমুখি হওয়া পাঁচ টি২০ ম্যাচের মধ্যে ভারতের ৩ জয়ের বিপরীতে পাকিস্তানও ২ জয় তুলে নিয়েছে।
নিজেদের প্রথম ম্যাচে আমেরিকার বিপক্ষে সুপার ওভারে হেরেছে পাকিস্তান। অপরদিকে ভারত টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে। আজ বাংলাদেশ সময় ৮.৩০ মিনিটে নিউ ইয়র্কে ১৩তম বারের মতো টি২০ ফরম্যাটে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচেও ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারত।
আমেরিকা ইতোমধ্যে ২ জয় পাওয়ায় চাপে আছে পাকিস্তান। আজ হারলে সুপার এইটে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে পাকিস্তানের। বাঁচা মরার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্ধি ভারতের বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। শেষ পর্যন্ত কে হাসছে শেষ হাসি, তাই এখন দেখার অপেক্ষা।