নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেল বিরাট কোহলি রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর। রাজস্থানের বিপক্ষে কোহলিদের হার ৭ উইকেটের বড় ব্যবধানে।
শুরুতে ব্যাট করতে নামা বেঙ্গালোর ওপেনিং জুটিতে ৪৯ রান আসলেও অধিনায়ক কোহলি ২৫ বল খেলে রান করেন মাত্র ২৩।এদিকে আরেক ওপেনার পার্থিব প্যাটেলের ৬৭ এবং অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের ৩১ রানে ভর করে ১৫৮ রানের সংগ্রহ পায় বেঙ্গালোর। ব্যাট হাতে এদিন ব্যর্থ ছিলেন এবি ডি ভিলিয়ার্স।
জবাবে ব্যাট করতে নামা রাজস্থানও দারুণ শুরু পায় তারা। ৬০ রানের ওপেনিং জুটি ভাঙে দলীয় ৬০ রানে রাহানে ফিরে গেলে। তবে জস বাটলার ছিলেন বিধ্বংসী। বাটলারের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৫৯ রানের ইনিংস। শেষ দিকে স্টিভেন স্মিথের ৩৮ ও রাহুল ত্রিপাতির অপরাজিত ৩৪ রানে চড়ে ১ বল বাকি থাকতেই টুর্নামেন্টের প্রথম জয় পায় রাজস্থান।
স্কোর
রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরঃ ১৫৮/৪, (২০ ওভার), প্যাটেল ৬৭, স্টয়নিস ৩১, কোহলি ২৩
গোপাল ১২/৩, আর্চার ৪৭/১
রাজস্থান রয়্যালসঃ ১৬৪/৩, (১৯.৫ ওভার), বাটলার ৫৯, স্মিথ ৩৮, রাহুল ৩৪
চাহাল ১৭/২, সিরাজ২৫/১
ফলাফলঃ রাজস্থান ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ শ্রেয়াস গোপাল