রশিদ খান কত রকম বল করতে পারেন?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

ক্রিকেট বিশ্বে বর্তমানে আফগানিস্তানকে দ্বিতীয় সারির দল হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। তবে গত কয়েক বছর ধরে তাদের পারফরম্যান্স নজর কেড়েছে গোটা ক্রিকেট বিশ্বের। বিশেষ করে আফগান দলে একাধিক পারফর্মার রয়েছেন যারা নিজ দেশের পতাকা তুলে ধরেছেন সাড়া বিশ্বের সামনে। এমনই একজন আফগান লেগি রশিদ খান।

সাড়া বিশ্বে বর্তমানে যে সকল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ হয়ে থাকে সেগুলোর নিয়মিত মুখ রশিদ খান। শুধু নিয়মিত মুখই নন, চড়া মূল্যে দলে ভেরানো হয় এই আফগান স্পিনারকে। এদিকে শুধু ঘরোয়া ক্রিকেটেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য এনেছেন দুহাত ভরে। আন্তর্জাতিক তি-২০ বোলার র‍্যাঙ্কিংয়ে রশিদের অবস্থান রয়েছে সবার উপরে এবং ওয়ানডে ফরম্যাটে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান ৩ নম্বরে।

শুধু বল হাতেই নয় ব্যাট হাতেও দুর্দান্ত রশিদ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও ১ নম্বর অবস্থান ধরে রেখেছেন। রশিদের সামনে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা যখন খাবি খায় তখনই আসলে আন্দাজ করা যায় কতটা রহস্যময় এই রশিদ। সম্প্রতি তিনি জানান তাঁর এই গোপন রহস্যের কথা।

তিনি বলেন, ‘আমি পাঁচ রকমের লেগ স্পিন করতে পারি পাঁচটি ভিন্ন অ্যাকশনে। পিচের উপর নিয়ন্ত্রণ রেখে বৈচিত্র্যের সাথে ভালো জায়গায় বল ফেলতে পারি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »