নিউজ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় দলে একজন লেগস্পিনারের হাহাকার বহু দিনের। সর্বশেষ আমিনুল ইসলাম বিপ্লব দলে আসলেও বেশী খেলার সুযোগ হয়নি তার৷ দলের প্রয়োজন গোপন করলেননা বিজয়। বিদেশি কোন ক্রিকেটারকে বাংলাদেশ দলে আনার সুযোগ হলে রশিদ খানকেই আনতে চাইবেন তিনি। এক লাইভ আড্ডায় এমনটিই জানিয়েছেন জাতীয় দলের এই ওপেনার।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়ের অবিচ্ছেদ্য অংশ ছিলেন বিজয়। সময়ের পরিক্রমায় দল থেকে যায়গা হারালেও অভিজ্ঞতায় পরিপূর্ণ একজন ক্রিকেটার বিজয়। দলের ভালো মন্দ সম্পর্কে অনেকটাই জানার সুযোগ হয়েছে তার। দলে মোস্তাফিজ সাকিবের মত বোলারদের সাথে রশিদ খান যোগ হলে দল ভিন্ন মাত্রা পাবে বলে মনে করেন এনামুল হক বিজয়।
এনামুল হক বিজয়ের মতে, দলের ব্যাটিং লাইনআপ অনেকটাই লম্বা সাথে একজন ব্রেকথ্রু বোলার যোগ হলে দলের শক্তি কয়েকগুন বেড়ে যাবে বলে ধারনা তার। বিজয়ের ভাষায়, ‘রশিদ খান, আসলে ও ব্রেকথ্রু দিতে পছন্দ করে। এতো বেশী ইফেক্টিভ বোলার আপনি প্রথম ওভারও করাতে পারবেন আবার শেষ ওভারও করাতে পারবেন। মোস্তাফিজ একদিক থেকে আছে। রশিদ খান যোগ হবে। সাকিব ভাই আছে। আমাদের ব্যাটিং লাইআপও বেশ লম্বা আলহামদুলিল্লাহ। বোলিংয়ে যদি এরকম ব্রেকথ্রু বোলার চলে আসে আমার কাছে মনে হয় অনেক পরিবর্তন হওয়া সম্ভব।’
এছাড়াও এসময় নিজের পছন্দের ব্যাটসম্যান হিসেবে শচীন টেন্ডুলকারকেই এগিয়ে রেখেছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার থেকে। ছোট বেলায় শচীন টেন্ডুলকারকে দেখেই বেড়ে ওঠা বলেও জানান এই ক্রিকেটার। এছাড়াও বর্তমান ক্রিকেটারদের মধ্যে ভিরাট কোহলিকে ভালো লাগে এই ওপেনারের।
নিউজ ক্রিকেট/কেএমএএইচ