নিউজ ডেস্ক »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সেমি-ফাইনাল খেলেই শ্বুশুরের অসুস্থতার খবর শুনে আমেরিকা ছুটে যান সাকিব আল হাসান। কিন্তু পৌছাঁনোর আগেই মারা তার শ্বুশুর। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের হোম সিরিজকে সামনে রেখে আগামীকাল রবিবার (৩ জানুয়ারি) দেশে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সবকিছু ঠিকঠাক থাকলে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে সাকিবের। নিষেধাজ্ঞার কারণে ২০১৯ সালের সেপ্টেম্বরের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি তার।
শ্বশুরের মৃত্যুর সব সব কাজ সম্পন্নের দায়িত্ব ছিল সাকিবের উপর। তারপর কঠিন সময় পার করেছেন পরিবারের সাথে। প্রায় সপ্তাহ তিনেকের মত সময় যুক্তরাষ্ট্রে কাটানোর পর এবার দেশে ফিরছেন সাকিব।
আগামীকাল রবিবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে সাকিবকে বহনকারী ফ্লাইট। সাকিবের সাথে থাকবেন তার মা শিরীন আক্তারও। বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জনপ্রিয় এক অনলাইন পোর্টালকে বিষয়টি নিশ্চিত করেছেন।