নিউজ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটের যতগুলো নক্ষত্রের নাম আসবে এর মধ্যে অন্যতম একজন মোহাম্মদ রফিক। এ যুগে যিনি খেললে হয়তো আমরা আরেকটি সাকিব পেতাম বিশ্ব ক্রিকেটেও আমাদের অবস্থান অনেক উপরেই থাকতো।
সেই রফিককে নিয়েই আকরাম খান সদ্য তামিম ইকবালের লাইভ চ্যাটে মন্তব্য করেন যে, ‘রফিক এ যুগে খেললে সাকিবের মতো সুপারস্টার হতেন।’ ৯৯ বিশ্বকাপের ফাইনালের কথা মনে আছে নিশ্চয়ই সবার। আকরাম খানের পরিকল্পনা অনুযায়ী প্রথমবারের মতো নান্নুকে ৩ এ নামিয়ে রফিককে ওপেনিংয়ে পাঠানো হয় আর ১৫ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে কেনিয়ার বিপক্ষে আইসিসি ট্রফির ফাইনাল জয়ে অনেক বড় অবদান ই রেখেছিলেন।
সেসময়ে ছিলো না এতো ভালো জিম সুবিধা কিংবা এখনকার মতো ভিন্ন ভিন্ন ফর্মেটের কোচ কিংবা এতো ভালো আর্থিক সুবিধা। তারপরেও বাংলাদেশ ক্রিকেটে মোহাম্মদ রফিকের অতুলনীয়। যা দিয়েছেন তার থেকে কম ই পেয়েছেন ক্রিকেট থেকে। আরো ভালো সুযোগ-সুবিধা পেলে বা এযুগের খেলোয়াড় হলে নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটে অনেক বড় নাম হয়েন মোহাম্মদ রফিক সেটা আর বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশ সময়: ১২:২০ এএম
নিউজক্রিকেট/এইচএএম