নিউজ ডেস্ক »
প্রিয় ক্রিকেটারের একটি অটোগ্রাফ বা প্রিয় ক্রিকেটারের সাথে একটি ছবি কে না তুলতে চায়! এমন একটা স্বপ্ন সকল ক্রিকেট ভক্তদের মনেই থাকে। তবে শুধু যে ক্রিকেটভক্তদের জন্যে এই ব্যাপার সেটা কিন্তু নয় অনেক সময় ক্রিকেটাররাও চায় তাদের ছোটবেলার প্রিয় ক্রিকেটারের সাথে কিছু স্মৃতি বন্দি করতে করতে। তেমনটিই করেছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ব্রায়ান চার্লস লারার অটোগ্রাফ নিতে তিনি মোহাম্মদ রফিককে ধরেছিলেন।
ব্রায়ান লারা টেস্ট ইতিহাসের অন্যতম ভয়ংকর একজন নাম। টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় যেই রেকর্ডটি ব্যক্তিগত সর্বোচ্চ ৪০০ রানে অপরাজিত থাকার সেটিই তার দখলে। এবং ১ম শ্রেণীর ক্রিকেটে তিনি ৫০১ রানের ইনিংস খেলেছেন। টেস্ট ক্রিকেট মানেই ব্রায়ান লারা ব্যাপারটা অনেকটা এমনই। এই লারার ভক্তকূল অবশ্যই অনেক বড়। এর মধ্যে লারার অনেক বড় একজন ভক্ত মুশফিকুর রহিম।
২০০৭ বিশ্বকাপ ই লারার শেষ ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আগে সেটি মুশফিক ভালোভাবেই জানতেন আর লারার কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার পরিকল্পনাও আগেই ছিলো। তবে এতো বড় গ্রেট একজন খেলোয়াড়ের সাথে কথা বলাটাই যেনো ছিলো বিশাল ব্যাপার যেখানে মুশফিক তখন একদম ছোট খাটো তরুণ খেলোয়াড়! তখন বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারের মধ্যে রফিকের সাথে মুশির ভালো মিল থাকায় রফিককেই অনুরোধ করেন তাকে(মুশফিককে) যেনো লারার অটোগ্রাফ নিয়ে দেওয়া হয়।
শুক্রবার একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রফিক সে কথাই বলেছেন। তিনি বলেন, ‘লারা যে হোটেলে,সেই হোটেলে আমরাও উঠেছি। লারার রুমে আমার যাওয়া আসা আছে। খবরটা শুনে মুশফিক বলল, ওর কাছে অটোগ্রাফ ব্যাট আছে। সে লারার অটোগ্রাফ নিতে চায়। আমি বললাম, চলে আয় আমার রুমে। ও (মুশফিক) আমার রুমে আসলে, আমি তাকে লারার রুমে নিয়ে গেলাম। সেখানেই সে অটোগ্রাফ নিল।’
বাংলাদেশ সময়ঃ ৫:৪০ পিএম
নিউজক্রিকেট/এইচএএম