রফিকের চোখে সেরা কাপ্তান বাশার!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বড় দল গুলোকে চোখ রাঙানি দেওয়ার শুরুটা এই কাপ্তানের হাত ধরে।ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জয় এরপর কার্ডিফে অস্ট্রেলিয়ার দুর্ঘে অজি বধ।২০০৭ বিশ্বকাপে ভারত ও দক্ষিন আফ্রিকার বিপক্ষে জয়ের ইতিহাস! এসব কিছুর নেতৃত্বে ছিলেন তখনকার টাইগার অধিনায়ক হাবিবুল বাশার।সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের চোখে তার সেরা অধিনায়ক সতীর্থ হাবিবুল বাশার সুমন।

সম্প্রতি দেশের অনলাইন গনমাধ্যমকে বিডিক্রিকটাইমকে দেওয়া সাক্ষাৎকারে তার সেরা অধিনায়কের নাম প্রকাশ করেন তিনি।প্রশ্নকর্তা মোহাম্মদ রফিকের কাছে জানতে চান, তিনি তার ক্যারিয়ারে যেসকল অধিনায়কের অধিনে জাতীয় দলের হয়ে খেলেছেন, সেই অভিজ্ঞতায় তার চোখে সেরা অধিনায়ক কে?
জবাবে টাইগারদের এই স্পিন কিংবদন্তির সহজাত উত্তর হাবিবুল বাশার সুমন!

সেরা অধিনায়ক হিসেবে বাশারকে বেছে নেওয়ার কারন ব্যাখ্যা করতে গিয়ে মোহাম্মদ রফিক বলেন: আমি আমার ক্যারিয়ারে বেশ কয়েকজন অধিনায়কের অধিনে খেলেছি।আমার চোখে সবচাইতে ভাল অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার।অধিনায়ক হিসেবে মাঠের তার ক্রিকেটীয় মেধা ছিল দারুণ। মনে করুন এক ওভারে কোন বোলার ২০+ রান দিয়ে দিয়েছে, সে ব্যাপারটিকে সহজভাবে নিতো, হতাশ হতো না।সে বোলারকে সাহস যোগাতো পরবর্তী ওভারে ফুঁসিয়ে দেওয়া যাবে।এই ব্যাপার গুলোর জন্য দলের অন্য ক্রিকেটাররা সবসময় ছন্দে থাকার চেষ্টা করতো।সবদিক বিবেচনায় আমার কাছের হাবিবুল বাশার সেরা।

নিউজক্রিকেট টুয়েন্টিফোর / ৩:৪৯ / এম.আই.আই

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »