যে রেকর্ডে শুধু সাকিব-মাশরাফির নাম

নিউজ ডেস্ক »

সাকিব আল হাসান, ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকায় উচ্চারিত হয় তার নাম, ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার নিয়ে আলোচনা করলে শুরুর দিকেই থাকবে তার নাম। ইয়ান বোথাম, ইমরান খান, কাপিল দেন, জ্যাক ক্যালিসদের অনেক অলরাউন্ডিং রেকর্ড ভেঙেছেন একাই, কোন রেকর্ডে পিছনে ফেলেছেন এই কিংবদন্তিদের আবার কোন রেকর্ডের অবস্থান তাদের সাথেই। বাংলাদেশ ক্রিকেটের আরেক আস্থা মাশরাফি মোর্তজা, তিনি স্বীকৃত কোন অলরাউন্ডার নয়, অলরাউন্ডারদের রেকর্ড তালিকায়ও দেখা যায়না তার না তেমন ভাবে। তবে মাশরাফি দলের বিপদে দাড়িয়ে যান একজন অলরাউন্ডার রূপে, বল হাতে যেমন ব্যাটসম্যানদের স্ট্যাম্প তুলে নেন, তেমনি ব্যাট হতে বলকে উড়িয়ে নিয়ে ফেলেন গ্যালারিতে।তবে অলরাউন্ডার হিসেবে একটি রেকর্ড নাম রয়েছে মাশরাফির। যে রেকর্ড ছুঁতে পারেনি মাশরাফি আর সাকিব ছাড়া অন্য কোন ক্রিকেটার।

 

বাংলাদেশের ড্রেসিংরুমে আইকনিক ফিগার তারা, তরুণদের জন্য তারা দুজন অনুপ্রেরণা, তাদের থেকে অনুপ্রেরণা নিয়েই প্রতিপক্ষকে দুমরে মুচড়ে দেয় তরুণ টাইগার।সাধারণ মানুষের কাছে তারা যেন কল্প লোকের কোন চরিত্র, বাংলার মানুষের কাছে তারা আসল নায়ক। সাকিব আর মাশরাফি , বাংলাদেশের ক্রিকেটকে অন্ধকার থেকে দেখিয়েছেন আলো, শিখিয়েছেন জয়ের টোটকা।মাঠে ও মাঠের বাইরের দুজনের রসায়নটাও বেশ। যেন আপন দুই ভাই । বর্ণাঢ্য ক্যারিয়ারে একের পর এক রেকর্ড নাম লিখিয়েছেন সাকিব আল হাসান, অধিনায়ক মাশরাফির পালকেও অনেক সাফল্য দিয়েছে ধরা। টি২০ ক্রিকেটে এমন এক কীর্তি আছে বাংলার এই দুই তারকার যা এই ভুবনে আর কারো নাই। একই ম্যাচে ব্যাট হাতে ৩০ রান করার পাশাপাশি বল হতে ৪ উইকেট নেওয়ার এই রেকর্ড কেবল লাল সবুজের এই দুই মহারথিরই আছে।

 

২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ তে বল হতে ৪ উইকেটের পরে ব্যাট হাতে ৩০ রান করে  ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন এযাবৎ কালে বাংলার সেরা কাপ্তান। তবে ছোট ভাই তুল্য সাকিব সেই রেকর্ড বেশিদিন নিজের করে রাখতে দেননি মাশরাফিকে। পরের বছরই রেকর্ডের খাতায় নিজের নাম লেখান সাকিব আল হাসান।জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব নাম লেখান মাশরাফির পাশে।৫ উইকেটের সাথে সেদিন সাকিব করেন ৪২ রান।

টি২০ ক্রিকেটকে বিদায় দিয়েছেন মাশরাফি, এখনো বিশ্বক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন সাকিব আল হাসান। ভাঙছেন একের পর এক রেকর্ড। নিষেধাজ্ঞার কারণে এক বছরের জন্য ক্রিকেটার বাইরে থাকলেও সাকিব অপেক্ষায় আছেন ক্রিকেটে ফিরে আবারো বিশ্বক্রিকেট দাপাবেন বলে।

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »