যে কারনে তামাক-মদ্যদ্রব্যের বিজ্ঞাপনকে টেন্ডুলকারের না!

মারুফ ইসলাম ইফতি »

বর্তমান সময়ের বিজ্ঞাপন চিত্রে পেশাদার মডেল অভিনেতা-অভিনেত্রীদের তূলনায় ক্রীড়া জগতের ব্যক্তিদের বেশি দেখা যায়।মুলত ক্রীড়াবিদদের অভিনীত বিজ্ঞাপন,পন্যের প্রচারনা প্রসারে তুলনামূলক বেশি ভূমিকা রাখে বলেই তারকা ক্রীড়াবিদদের নিয়ে বিজ্ঞাপন তৈরি করেন নির্মাতারা। অভিনয়ে পারদর্শিতা না থাকলেও বিজ্ঞাপনের ক্ষেত্রে তারকা ক্রীড়াবিদরাই প্রথম পছন্দ নির্মাতাদের।

ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচিন টেন্ডুলকারও তার  তারকা খ্যাতির কারনে পুরো ক্যারিয়ার জুড়ে অসংখ্যা পন্যের ব্রান্ড এম্বাসেডর হয়েছেন।যার কারনে বাইশ গজের বাইরেও অসংখ্য বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে অভিনয় করতে হয়েছে এই তারকাকে।ভারতীয় ক্রিকেটের এই মহাতারকা আজ আব্দি যতো পন্যের প্রচারনা করেছেন তার মধ্যে একটি ব্যতিক্রমী ব্যাপার হচ্ছে, শচিনকে আজ পর্যন্ত কোন মদ্যদ্রব্য ও তামাকজাত দ্রব্যের প্রচারনায় দেখা যায়নি!

উল্লেখ্য, শচিন তার ক্যারিয়ারে যে পরিমান  বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তার মধ্যে তাকে কখনো মাদকদ্রব্য ও তামাকজাত দ্রব্যের প্রচারনায় দেখা যায়নি।মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অসংখ্যা প্রস্তাব পেয়েছেন খেলোয়াড়ি জীবনে।অথচ নিজের নীতিতে অটল থেকে কখনো এসব পন্যের প্রচারনার প্রস্তাবে সাড়া দেননি লিটন মাস্টার।
অবসরের পরও যত প্রস্তাব পেয়েছেন সবগুলো প্রস্তাব বয়কট করে আসছেন তিনি।

তামাকজাত দ্রব্য ও মদ্যদ্রব্যের প্রচারনায় কেন অংশ নেন না শচিন? গত ৩১ মে ছিল বিশ্ব তামাকমুক্ত দিবস।সারাবিশ্বে সচেতন নাগরিকদের অংশগ্রহণে এইদিনটি যথাযথ মর্যদায় পালিত হয়েছে।তামাকমুক্ত দিবসে শচিন নিজেও জানিয়েছেন কেন তিনি তার ক্যারিয়ারে কখনো তামাকজাত ও মাদক দ্রব্যের বিজ্ঞাপনকে সবসময় না করে আসছেন।

মুলত বাবার নির্দেশকে সম্মান জানিয়ে আজঅব্দি কোন মাদকদ্রব্যের প্রচারনায় ক্যামেরার সামনে দাঁড়াননি শচিন।

একইধরনের বিজ্জ্বাপনের প্রচারণায় অংশ না নেওয়ার কারন জানাতে গিয়ে শচিন বলেন: আমার বাবা আমাকে বলেছিল আমি যেন কখনো কোন তামাকজাত দ্রব্য ও মাদকদ্রব্যের প্রচারনা না করি।বাবা আমাকে সবসময় এসব থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে এসেছেন।আমিও আমার বাবার নির্দেশ পুরো ক্যারিয়ার জুড়ে মেনে চলার চেষ্টা করেছি।আমি যখন খেলতাম তখন ক্যারিয়ার জুড়ে অগনিতবার এমন পন্যের প্রচারনার জন্য প্রস্তাব পেয়েছি।আমি সবসময় এই প্রস্তাব গুলোকে বয়কট করে এসেছি, কারন যে সকল পন্য সমাজ ও মানুষের স্বাস্থের ক্ষতি করে সেই পন্য গুলোর সাথে নিজেকে কখনো যুক্ত করতে চাইনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »