নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। টি-২০ ক্রিকেটে রঙ ছড়ানো এই টুর্নামেন্টের ১২তম আসরেও চেন্নাই কেদার যাদবের দল চেন্নাই সুপার কিংস নিশ্চিত করেছে প্লে অফের টিকিট। বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাইর জার্সি গায়ে গত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে কাধ্যে চোট পান এই ক্রিকেটার।
ভারতের স্পিন বোলিং বিভাগের অন্যতম অস্ত্র এবং দুঃসময়ে ব্যাট হাতে হাল ধরতে পটু এই ক্রিকেটারের ইনজুরি তাই কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে টিম ইন্ডিয়ার কপালে। ইনজুরির কারণে আইপিএলে আর কোনো ম্যাচে মাঠে নামতে না পারার পাশপাশি বিশ্বকাপেও একই শঙ্কা থেকে গেল কেদার যাদবের।
এদিকে চেন্নাইর কোচ স্টিভেন ফ্লেমিং আশা করছেন যাদবের ইনজুরি খুব গুরুতর হবে না। ‘সে (যাদব) আইপিএল খেলতে পারবে না মনে হয়। তাঁর কাঁধে এক্স রে করানো হবে। আমি মনে করি তাঁর এখন বিশ্বকাপ নিয়ে ভাবা উচিত। ইনজুরি নিয়ে সে খুব চিন্তিত। আশা করি ইনজুরিটা গুরুতর হবে না।’