ম্যারাডোনার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না- মাশরাফি

ডেস্ক রিপোর্ট »

গতকাল চলে গেলেন ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্রীড়াবিশ্বে। আর্জেন্টিনার সাবেক এই কিংবদন্তি ফুটবলার বুধবার (২৫ নভেম্বর) মাত্র ৬০ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে আবেগঘন এক বার্তা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ম্যারাডোনার বড় একজন ভক্ত। অনেক সাক্ষাৎকারে ম্যারাডোনার প্রতি নিজের ভালোবাসা কিংবা মুগ্ধতার কথা অকপটে বলেছেন। সেই কারণেই ম্যারাডোনার মৃত্যুতে মাশরাফির ব্যথিত হওয়াটাই স্বাভাবিক।

সামাজিক যোগাযোগমমাধ্যম ফেসবুকের এক বার্তায় মাশরাফি বলেন,’‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম।’’

ম্যারাডোনার দক্ষ শৈল্পিক ফুটবলের কারণে ফুটবল ভক্তদের মনে বড় একটি জায়গাজুড়েই রয়েছেন ম্যারাডোনা। আর্জেন্টিনার প্রতি ফুটবল ভক্তদের অনুরাগের অন্যতম বড় কারণও ম্যারাডোনা।

ম্যারাডোনার মৃত্যু তাই কালো রেখা টেনে গেছে মাশরাফি বিন মুর্তজার মত আর্জেন্টিনা ভক্তদের মনে। মাশরাফি আরও বলেন,”তোমার বাঁ পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে যাদুকর। দি ড্রিবলিং মাস্টার ডিয়াগো আরমান্দো মারাদোনা।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »