ম্যানচেস্টারে সমতায় ফেরার অপেক্ষায় স্বাগতিকরা

নিউজ ডেস্ক »

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিয় এই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এই ম্যাচ দিয়ে আবারো দলের নেতৃত্বে ফিরছেন নিয়মিত অধিনায়ক জো রুট। সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে রুট সিরিজের প্রথম টেস্টে খেলেননি। যে কারণে তার পরিবর্তে প্রথম ম্যাচে অধিনায়কত্ব করেন দলের অলরাউন্ডার বেন স্টোকস।

এ বছরের জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলা স্টুয়ার্ট ব্রডকেও রয়েছে এই টেস্টে। ব্রড দলে ফিরলেও বিশ্রাম রাখা হয়েছে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি পেসার জেমস অ্যান্ডারসন এবং গতির ঝড় তোলা আরেক পেসার মার্ক উডকে।

সাউদাম্পটন প্রথম টেস্টে আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হওয়াই টপ অর্ডার ব্যাটসম্যান জো ডেনলিকে দ্বিতীয় টেস্টে বিবেচনায়ই রাখেননি নির্বাচকেরা। প্রথম ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ১৮ এবং ২৯ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। যার কারণে দ্বিতীয় টেস্টের স্কোয়ার্ড থেকে বাদ পড়েছে।

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে ইতিমধ্যে ১-০ তে এগিয়ে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটনের রোজ বোলে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় ক্যারিবিয়ানরা। এবার সিরিজে ফেরার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায়।

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড স্কোয়াডঃ

জো রুট (অধিনায়ক), জফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, ওলি পোপ, ওলি রবিনসন, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »