ম্যাচ হারতে সাহায্য না করার জন্য হুমকি দিয়েছিলেন উমর আকমল!

নিউজ ডেস্ক »

সম্প্রতি ৩ বছরের নির্বাসিত ক্রিকেটার উমর আকমালের বিরুদ্ধে এবার এসেছে আরও বড় অভিযোগ। ম্যাচ হারায় সাহায্য করার জন্য পাকিস্তানি সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান জুলকারনাইন হায়দারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এই ক্রিকেটারের বিরুদ্ধে।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে ইচ্ছাকৃত খারাপ খেলার প্রস্তাব পান জুলকারনাইন। সাথে সাথেই তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে উমর আকমালসহ আরও বেশ কিছু ক্রিকেটার তাকে প্রাননাশের হুমকি দেন। এতে মারাত্মক চাপের মুখেই টিম হোটেল ছেড়ে লন্ডনে পালিয়ে যান।

জুলকারনাইন বলেন,’ মনে আছে উমর আকমলকে নিজের কাজটা করতে বলেছিলাম। কিন্তু পরে উমর আকমল এবং আরও অনেকে সরাসরি আমাকে হুমকি দিতে থাকে। এত জ্বালাতন করতে থাকে যে, আমি মানসিক ভাবে চাপে পরে যাই। ভয়ও হয়। তাই কাউকে না জানিয়ে লন্ডনে চলে যাই।’

এসময় দলের ম্যানেজমেন্টকে জানালেও কোন সদুত্তর পাননি জুলকারনাইন। এসময় কামরান আকমালের শাস্তি বাড়িয়ে আজীবন করা উচিৎ। এবং সকল সম্পদ বাজেয়াপ্ত করার দাবী করেন সাবেক এই ক্রিকেটার। জুলকারনাইনের দাবী,’ উমর আকমাল অনৈতিক কাজকর্মের সঙ্গে জড়িত। চিরনির্বাসিত করা উচিত উমর আকমালকে। ওর সব সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত।’

বাংলাদেশ সময়: ৩:৪০ পিএম

নিউজক্রিকেট/কেএমএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »