নিউজ ডেস্ক »
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান আগামী ৩ মাসের মধ্যে আর্থিকভাবে সংকটাপন্ন ম্যাচ অফিসিয়াল, স্কোরার এবং সাবেক ক্রিকেটারদের জন্য ব্যাক্তিগত ভাবে দেড় মিলিয়ন রূপি দান করবেন বলে জানিয়েছেন । যা বাংলাদেশে টাকায় প্রায় ৮ লক্ষ (৭ লক্ষ ৮০ হাজার) টাকা।
শনিবার (৬’ই জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এসময় ওয়াসিম খান বলেন,’ আমার এই অনুদানটি ব্যক্তিগতভাবে এই খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, স্কোরার এবং গ্রাউন্ড স্টাফদের, যাদের আর্থিক সহায়তা অত্যন্ত প্রয়োজন তাদের সহায়তা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি।’
তার এই অবদানটি ইতিমধ্যেই চেয়ারম্যানস ওয়েলফেয়ার ফান্ডে জমা হয়েছে বলেও জানান তিনি৷ নিজেকে নির্বাহী দলের প্রধান হওয়ায় নিজে ব্যাক্তিগত ভাবে এগিয়ে এসেছেন বলেও জানান ওয়াসিম খান। ওয়াসিম খানের ভাষায়, ‘ এই ক্ষুদ্র অবদান হলো চেয়ারম্যানের কল্যাণ তহবিলের যা ইতিমধ্যে জমা হয়েছে। আমরা এই কঠিন অর্থনৈতিক সময়ে খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, স্কোরার এবং গ্রাউন্ড স্টাফদেরকে যে সমস্যার মুখোমুখি হতে পারি, যতটা সহায়তা প্রদান করতে পারি।’
‘এক্সিকিউটিভ দলের প্রধান হিসাবে, আমি এটিকে নিয়ে ব্যক্তিগত নেতৃত্ব নেওয়াও উচিৎ বলে মনে করি এবং এটি আমার পক্ষে একেবারে অধিকার বোধ থেকে নেওয়া সিদ্ধান্ত।’ আরও যোগ করেন তিনি।
এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মনি জাফর খানের ভূয়সী প্রশংসা করেন। তার নেতৃত্ব গুনেও মুগ্ধ তিনি। মনি বলেন,’ আমি ওয়াসিম খানের ইঙ্গিতকে প্রশংসা করি এবং উদাহরণ দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁর প্রশংসা করি। ওয়াসিমের কাজগুলি দেখায় যে তিনি কেবল একজন ভাল নেতাই নন, তিনি অতীত এবং বর্তমান খেলোয়াড় এবং অন্যান্য অংশীদারদের সুস্থতার বিষয়ে চিন্তাভাবনা করেন এবং তাদের খেয়াল রাখেন।’
এছাড়াও মনির মতে, এই অর্থ এই কঠিন সময়ে ক্রিকেটারদের অনেকটা সাহায্য করবে। মনির ভাষায়, ‘আমি নিশ্চিত ওয়াসিমের উদারতা এই কঠিন সময়ে ক্রিকেটারদের প্রয়োজনে সাহায্য করবে।’
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ