নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিয়ের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর দিকের কিছু ম্যাচ খেলতে পারেননি ম্যাক্সওয়েল। তবে আসরের মাঝপথে দলে ফিরেছেন এই অজি অলরাউন্ডার। মাইক হেসন মনে করেন, ম্যাক্সওয়েল পার্থক্য গড়ে দেয়ার মতো ক্রিকেটার।
নিজেদের সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে খুব একটা সুবিধা না করতে পারলেও বল হাতে ঠিকই দলের জয়ে অবদান রেখেছেন ম্যাক্সি। ব্যাটিংয়ে নেমে ৩ বল খেলে মাত্র ৩ রান করতে পেরেছেন ম্যাক্সওয়েল। তবে বল হাতে দুর্দান্ত ছিলে এই অজি অলরাউন্ডার। ৪ ওভার বোলিং করে ২২ রানের বিনিময়ে শিকার করেছেন ২ উইকেট। তার এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন বেঙ্গালুরুর ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন।
তিনি বলেন,”অবশ্যই সে (ম্যাক্সওয়েল) একটু আলাদা। তার কিছুটা চোট আছে কিন্তু আমরা জানি দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। শুধু বামহাতি (ব্যাটার) নয়, ডানহাতির বিপক্ষেও সে ভালো করেছে। লেন্থের ওপর তার দারুণ নিয়ন্ত্রণ ছিল, এটা গুরুত্বপূর্ণ।”