নিউজ ডেস্ক »
বিশ্বকাপের ২৪তম ম্যাচে এসে আবারো রান বন্যা উপভোগ ক্রিকেটপ্রেমীদের। নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাউন্ডারির ঝড় তোলা ম্যাক্সওয়েল মাত্র ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ৯ চার ও ৮ ছক্কায় ৪৪ বলে ১০৬ রান করে আউট হয়ে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল। এর আগে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারও করেছেন সেঞ্চুরি। ৯৩ বলে ১০৪ রান আউট হন ওয়ার্নার।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ২৮ রানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মিচেল মার্শের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ২য় উইকেট জুটিতে চাপ সামাল দিয়ে অজিদের বড় রানের ভিত্তি গড়ে দেন ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। এ বিশ্বকাপে প্রথম ফিফটি দেখা পান স্মিথ। ৬৮ বলে ৭১ রান করে আউট হন স্মিথ। তবে সেঞ্চুরি মিস করেননি ওয়ার্নার। আগের ম্যাচের মত এ ম্যাচেও এই অজি তারকা পেয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। তবে সেঞ্চুরির পর আর ইনিংস লম্বা করতে পারেননি ওয়ার্নার।
২৯০ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে ৪০০ রানের দারপ্রান্তে পৌঁছে দেন ম্যাক্সওয়েল। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই অজি হার্ডহিটার। বিশ্বকাপে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি।
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে বাজে ভাবে হারলেও এরপরই ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ সাথে অবস্থান অস্ট্রেলিয়ার। আজ জিতলে সেমির পথে আরো এক ধাপ এগিয়ে যাবে প্যাট কামিন্সের দল।