নিউজ ডেস্ক »
সদ্য জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলে অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের ইতি টেনেছেন বাংলাদেশ দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি মর্ত্তুজা। আরেকদিকে ২০১৫ বিশ্বকাপের ফাইনালে রানার্সআপের পর নেতৃত্ব ও ক্রিকেট উভয় যায়গা থেকেই ক্যারিয়ারের ইতি টানেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তার পরই অধিনায়ক হিসেবে দায়িত্ব পান কেন উইলিয়ামসন। আর তামিমের সাথে লাইভ শো তেও তাই করলেন ম্যাককালাম-মাশরাফিদের প্রশংসা।
উইলিয়ামসন বলেন ম্যাককালাম ১৫ বিশ্বকাপের ফাইনালের পর শুধু অধিনায়কত্ব নয় নিজের ক্যারিয়ারেরও ইতি টানেন আর অধিনায়কের ভার দেন কেনের উপর। তিনি বলেন, ম্যাককালাম থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। মাশরাফিও ১৫ বিশ্বকাপে দারুণ নেতৃত্ব দিয়েছেন বলে প্রশংসা করেন উইলিয়ামসন। তবে অধিনায়কত্ব ছাড়লেও মাশরাফি যে ক্রিকেট চালিয়ে যাবেন সে ব্যাপারটিকে ইতিবাচক দিক হিসেবেই উল্লেখ করেছেন কেন।
মাশরাফির পর বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব এখন তামিমের কাধে আর দীর্ঘ ৬ বছর নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেন ম্যাশ থেকে শিক্ষা নিয়ে কাজে লাগাবেন তামিম প্রত্যাশা এটিই।
বাংলাদেশ সময়: ১১:০০ পিএম
নিউজক্রিকেট/এইচএএম