মেহেদি হাসান মিরাজের বাসায় চুরি!

সাজিদা জেসমিন »

সম্প্রতি চোটের কবল থেকে মুক্তি পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে দলে ফিরেছেন জাতীয় দলের অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। টেস্ট ম্যাচ শেষে সাময়িক বিরতি পেয়ে ঘরে ফিরেই বড় ধাক্কার সম্মুখীন হতে হয় তাকে। তার মিরপুরের বাসায় চুরি হয়েছে। ইতোমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে মিরাজের পক্ষ থেকে।

টেস্ট দলে থাকায় গত কয়েকদিন যাবৎ টিম হোটেলে ছিলেন মিরাজ সাথে মিরাজের স্ত্রী প্রীতিও অবস্থান করছিলেন। গতকাল ম্যাচ শেষে দুজনেই বাসায় ফিরেন আজ।বাসায় ফিরেই দেখেন চুরি হয়েছে বাসায়। রাজধানীর মিরপুর ক্যান্টেনমেন্ট এলাকার কাছেই বিজয় রাকিন সিটির একটি ফ্ল্যাটে মিরাজের বাসা।

টাকা-পয়সা এবং কিছু অলংকার চুরি হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বাসায় ফিরে কাফরুল থানায় মামলা দায়ের করেন মিরাজ। ঘটনাটি কেন্দ্র করে একাত্তর হোটেলের কাছাকাছি একটি ভবন ঘিরে অবস্থান করছে পুলিশ।

আসন্ন ৩ম্যাচ ওয়ানডের প্রথম ২টিতে দলে আছেন মিরাজ। আগামীকাল ২৭শে ফেব্রুয়ারি দলের সাথে সকাল ১১টার ফ্লাইটে তার সিলেট যাওয়ার কথা রয়েছে। গতবছর মার্চে বিয়ের পর থেকে স্ত্রী রাবেয়াকে নিয়ে এই বাসায় বসবাস শুরু করেন মিরাজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »