মেয়েদের বিপিএল চান জাহানারা আলম

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের বর্তমানে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যে একজন জাহানারা আলম। নিয়মিত আল রাউন্ড পারফর্ম করেন দলের জন্য। জাতীয় দলে ভালো করার ফলে তিনি সুযোগ পেয়েছিলেন ভারতে আইপিএলের আদলে করা ছোট্ট পরিসরেরর মহিলাদের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ লিগে। সেখানেও ভালো খেলেন তিনি।

জাহানারা মনে করেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের মত মহিলা ক্রিকেটারদেরও জন্য যদি ছোটো করে হলেও এমন এমন ফ্র‍্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আয়োজন অরা যায় তাহলে মহিলা ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে। সম্প্রতি তিনি একটি লাইভে এসেব কথাবার্তা বলেন।

তিনি বলেন, ‘বিপিএল অনেক বড় ভাবে আয়োজন করা হয়। এতে কোনো সন্দেহ নেই। যদি এইরকম মেয়দের জন্য কিছু একটা ছোটো ভাবে করা যেত তাহলে সেটি ভালো অতুলনীয় হত।’

তিনি মনে করেন লাভের চিন্তা না করে অন্তত ম্যাচ খেলানো কিংবা ম্যাচ দেখানোর জন্য হলেও বিপিএলের মত ফ্র‍্যাঞ্চাইজি লিগ আয়োজন করা উচিত মেয়েদের জন্য।

তিনি আরো বলেন, ‘আমরা ছেলেদের ক্রিকেটের একই কাতারে মেয়েদের ক্রিকেট নিয়ে যেতে পারিনি। তবে আমরা নিয়মিত ম্যাচ ও বিপিএলের মত করে ছোটো লিগ আয়োজন করলে আমরা অনেক কিছু শিখতে পারবো। বিদেশিদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারবো। লাভের চিন্তা না করে ম্যাচ দেখানোর জন্য আয়োজন করলে আমাদের লাভ।’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »