নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
–
নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সুযোগ থাকত বাংলাদেশের নারী দলের। কিন্তু প্রথমে ব্যাটিং করে যে লক্ষ্য দিয়েছে তাতে সেমির স্বপ্নটা ফিকে হয়ে আসে। শেষ পর্যন্ত তাই হলো। ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটে হেরে টুর্নামেন্টে থেকে ছিটকে যাওয়ার পথে।
আরেকটু বাড়িয়ে বললে বলা যায় শুধু আনুষ্ঠানিকতাই বাকি। কারণ ৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ প্রতিপক্ষদের কাছে যেভাবে হেরেছে তাতে রানরেটে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। শেষ ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকাকে পরাজিতও করে তবুও রানরেটে শীর্ষ দুই দলের কারো থেকে উপরে থাকতে পারবে না।
বাংলাদেশকে সেমিতে সুযোগ পেতে হলে প্রতিপক্ষকে অবিশ্বাস্যভাবে হারাতে তো হবেই সঙ্গে ‘বি’ গ্রুপের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে বড় ব্যবধানে দুই ম্যাচই হারতে হবে।