মেজাজ হারিয়ে দরজা ভেঙ্গে পাঁচ হাজার ডলার জরিমানা আম্পায়ারের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসির এলিট প্যানেলের সুনামধন্য আম্পায়ারদের একজন ইংলিশ আম্পায়ার নাইজেল লং। আম্পায়ারিং ক্যারিয়ারে অনেক সুনামের সহিত সমৃদ্ধ করে এসেছেন এই ইংলিশ আম্পায়ার।চলমান আইপিএলে তার দেওয়া এক ভুল সিদ্ধান্তে ম্যাচের রঙ পাল্টে যায়, আর তাই পরবর্তীতে নিজের ভুল সিদ্ধান্তের জন্য নিজের অনুশোচনা থেকে ম্যাচ শেষে
আম্পায়ারিং রুমে প্রবেশ করার সময় লাথি মেরে রুমের দরজা ভেঙে ফেলেন লং। এতে তাকে ৫০০০ রুপি জরিমানাও করা হয়।

উল্লেখ্য গত ৪ই মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের।
ওই ম্যাচে বেঙ্গালুরুর পেসার উমেশ যাদবের একটি ডেলিভারিকে আম্পায়ার নাইজেল লং নো বলের সংকেত দেন। বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি দাবি করেন, ডেলিভারিটি নো বল ছিল না। এ নিয়ে কোহলির সাথে বেশ কথা কাটাকাটি হয় লংয়ের।
পরবর্তীতে নিজেই নিজের ভুল সিদ্ধান্ত বুঝতে পারেন লং।কারন তার আম্পায়ারিং ক্যারিয়ারে এমন ভুল সিদ্ধান্ত খুব কমই ছিল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »