নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি আয়োজিত ইভেন্টে বাংলাদেশের ফারফরম্যান্স নিয়ে সব সময় একটা বড় প্রশ্ন থেকে যায়। ২০১৫ স বিশ্বকাপ ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টাইগারদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সমীহ করার মতো দল ছিল বাংলাদেশ। এরপর থেকেই ঘটে ছন্দ পতন। পারফরম্যান্সের গ্রাফ ক্রমান্বয়ে নিম্নমুখী
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ ফিরেছে খালি হাতে। প্রস্তুতির অবস্থা যাচ্ছে-তাই। প্রস্তুতির ঘাটতি নিয়ে কোচ এবং অধিনায়কের প্রকাশ্যেই মন্তব্য করেন। অন্যদেশ যেভানে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সেভানে বাংলাদেশর প্রস্তুতি ছিল নামে মাত্র
বিসিবি সভাপতি জানান এবার প্রস্তুতি নিয়ে ছাড় দেয়া হবে না। নির্দিষ্ট কোনো বিশ্বকাপ নয় আইসিসির যেকোনা ইভেন্টের প্রস্তুতি নিয়ে প্রস্তুতির জন্য আলাদা করে ভাববে বিসিসি, জানিয়েছেন বিসিবি সভাপতি। ফারুক বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপে (ভালো করার পরিকল্পনা) বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম-সাকিব-মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।’
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব করতে চান না নাজমুল হোসেন। বিসিবি সভাপতি জানান খুব শিঘ্রই অধিনায়ক ঠিক করবেন তারা। তিনি বলেন, ‘অধিনায়কের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে। ইতোমধ্যে দুয়েকজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনও দলের বাইরে নয়। এরকম কাউকে আমরা চেষ্টা করব।’
ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। বিবিসি অনুষ্ঠানিক বিদায়ের চিন্তা করছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘এটা মুশফিককে বিদায়ী সংবর্ধনা দিতে আমরা পরিকল্পনা করব। এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা। মুশফিক তো সম্ভবত দেশের একজন কিংবদন্তি। দীর্ঘ ১৯ বছরের পথপরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকে এই অবস্থায় এসেছে, তার মধ্যে সে অন্যতম একজন নাবিক, যে বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করতে পারি, ২০০৫ সালে ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে, পরে ২০০৭ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত… সে যে পথটা দেখিয়েছে, তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় ব্যাপার হবে। ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞচিত্তে তার সব অর্জন স্মরণ করেছি আমরা। বিসিবি থেকে একটা বার্তা দিয়েছি, আমার লেখা ছিল। আমরা চেষ্টা করব, ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কীভাবে তাকে সংবর্ধনা দেওয়া যায়।’
আরএ/নিউজক্রিকেট২৪