নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মুশফিক-লিটনে প্রতিরোধের চেষ্টা বাংলাদেশের
মিরপুর টেস্টের শুরুটা এমন দুঃস্বপ্নের মতো হবে এমনটা হয়তো কল্পনাও করেনি বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২৪ রান তুলতেই টপ অর্ডারের প্রথম সারীর ৫ ব্যাটসম্যানকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে মমিনুল বাহিনী।
তামিম,সাকিব ও জয় প্যাভিলিয়নে ফিরেছেন দলের রানের খাতায় কোন রান যোগ না করেই! আবারো ব্যর্থ হয়েছেন অধিনায়ক মমিনুল, ২ বাউন্ডারিতে ৯ রান করে আসিথা ফার্নান্দোর বলে ডিকওয়ালার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তিনি। অপর ব্যাটসম্যান নাজমুল ইসলাম শান্ত ফিরেছেন ৮ রান করে।
যার ফলে টপ অর্ডারের ব্যাটসম্যানদের চরম ব্যাটিং ব্যর্থতায়, ইনিংসের প্রথম ৬ ওভারে মাত্র ২৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে বাংলাদেশ।
দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুশফিক-লিটন। এই দু’জনের ব্যাটে চড়ে, আর কোন উইকেট না হারিয়ে (৬৬-৫) মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ৬৬-৫ (২৩ ওভার) (মধ্যাহ্ন বিরতি)
লিটন ২৬*, মুশফিক ২২*
কাশুন রাজিথাঃ ৮-২-১৬-