মারুফ ইসলাম ইফতি »
নাম তাঁর মোহাম্মদ রবি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভরসার প্রতিক মুশফিকুর রহিমের আরেক স্নেহ ও ভরসার প্রতিক এই মোহাম্মদ রবি।
কে এই রবি? যারা মিরপুর স্টেডিয়ামে নিয়মিত আসা যাওয়া করেন বা যারা মুশফিকুর রহিমকে বেশির ভাগ সময় পর্যবেক্ষণ করেন তাদের কাছে এই ‘রবি’ অচেনা কেউ নয়।মিরপুরের আনাচেকানাচে প্রায় সব জায়গায় মুশফিকুর রহিমের সাথে তার বিশ্বস্ত ছায়া হয়ে থাকেন “মোহাম্মদ রবি” নামের এই মুশফিক ভক্ত।শুধু মুশফিক ভক্ত বললে ভুল হয়ে যায়! মুশফিকুর রহিমের অন্ধ ভক্ত এবং মুশফিকুর রহিমের প্রতি তার ভালবাসা এবং আসক্তি কতটা গভীর সেটা কয়েক লাইনে লিখে বুঝানোটাও সম্ভব নয়।এককথায় দেশসেরা মুশফিক ভক্ত হিসেবে আখ্যায়িত করলেও ভুল কিছু নয়।
নিজের এই পাগল ভক্তকে স্বয়ং মুশফিক নিজেও স্নেহ করেন অনেক বেশি।অন্ধ এই ভক্তের খাটি ভালবাসা ইতিমধ্যে খুব ভালভাবে বুঝতে সক্ষম হয়েছেন মুশফিক নিজেই।আর তাই নিজের এই অন্ধ ভক্তকে সবসময় রাখেন পাশে,সব ধরনের পরিস্থিতিতে স্নেহের রবিকে দেন সর্বোচ্চ সমর্থন।রবিকে নিজের পরিবারের একজন হিসেবে গন্য করেন মুশফিক নিজেই।
মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি করে মুশফিক যখন মিরপুরের সবুজ গালিচায় সেজদা দিয়ে মহান আল্লাহকে শুকরিয়া জানাচ্ছিলেন একই সময়ে গ্যালারীতে থাকা তার পাগল ভক্তও বসে ছিলেন না, প্রিয় মানুষটার সাফল্যে আবেগ আপ্লুত হয়ে মহান আল্লাহকে শুকরিয়া জানিয়ে রবিও সেজদায় পড়েছেন গ্যালারীর মেঝেতে।প্রিয় মুশফিকের প্রতি ভক্ত রবির এমন ভালবাসা আজ আরো একবার দেখেছে মিরপুরের দর্শকরাও।গ্যালারীতে ভক্তের এমন ভালবাসার চিত্র গুলো নজর এড়ায়নি মুশফিকের।তাই দ্বিশতক হাঁকানোর বিশেষ এই দিনে ইনিংস শেষ করে প্যাভিলিয়নে ফেরার পথে নিজের স্নেহের রবির সাথে আনন্দ ও ভালবাসা ভাগাভাগি করতে ভুলেননি মুশফিক।ড্রেসিংরুমে যাওয়ার সময় রবিকে বুকের জড়িয়ে নিয়ে দিয়েছেন নিজের ভালবাসার ভাগ।ভক্তের প্রতি এই ধরনের ভালবাসা খুব সম্ভবত এর আগে দেখেনি মিরপুরের গ্যালারীর দর্শকরা।
গায়ে বাঘের সাঁজের পোশাক,মুখে লাল সবুজের পতাকার রঙ আর হাতে লাল সবুজের পতাকা নিয়ে গ্যালারীর প্রিয় মুখ রবি সর্বক্ষণ গ্যালারীতে গর্জন তুলতে থাকেন বাংলাদেশ ক্রিকেটের সমর্থনে।
মুশফিকের অন্ধ ভক্ত হলেও দলের প্রতিটি ক্রিকেটারের প্রতি রবির ভালবাসায় নেই কোন কমতি।প্রত্যেক ক্রিকেটারকে এবং পুরো দলকে সমর্থন দিয়ে গ্যালারী মাতিয়ে রাখেন মোহাম্মদ রবি।
প্রিয় ব্যক্তি মুশফিকুর রহিমের দ্বিশতকের দিনে নিউজ ক্রিকেট টুয়েন্টিফোরকে নিজের অনুভুতি জানাতে গিয়ে মোহাম্মদ রবি বলেন: আমি কতটা খুশি সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না (চোখে মুখে খুশির কান্নার চাপ)।আমি মহান আল্লাহর নিকট শুকরিয়া জানাই আমার ভাইকে এমন একটি ইনিংস খেলতে সাহায্য করার জন্য।আপনারা সবাই মুশফিক ভাইয়ের জন্য দোয়া করবেন।আপনাদের সকলের দোয়ায় ইনশাল্লাহ মুশফিক ভাই বাংলাদেশ ক্রিকেটকে আরো অনেক কিছু দিবে।মহান আল্লাহর কাছে আমি শুধু এটাই চাই তিনি যেন মুশফিক ভাইকে সবসময় সুস্থ রাখেন আর এইভাবে বড় বড় ইনিংস খেলার তৌফিক দান করেন।আমি সবসময় মুশফিক ভাইয়ের পাশে আছি, আপনারাও সবসময় ভাইয়ের পাশে থেকে ভাইকে সমর্থন দিয়ে যাবেন এই অনুরোধ রইলো।
উল্লেখ্য মুশফিকের অন্ধ ভক্ত রবি দেশ এবং দেশের বাইরে যেখানেই মুশফিক বাইশ গজে নামে সেখানেই উপস্থিত থেকে প্রিয় মানুষটিকে সমর্থন দিতে ছুটে যায়।
বাংলাদেশ ক্রিকেটে ভক্তদের তালিকায় এইভাবে রবির মতো হাজারো রবির জন্ম হোক দেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের ভালবাসার চাদরে মুড়িয়ে নেওয়ার জন্য এই প্রত্যাশা আমাদের সবার।