মুশফিকের স্বপ্নিল ইনিংস, প্রথম বিশ্বকাপ সেঞ্চুরী

চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ »

৩৮২ রানের বিশাল টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে ব্যাপারটা মোটেই যে চাট্টখানি নয়, সে কথা সবার জানা। তবে বিশ্বকাপে মঞ্চে লড়াইটা বেশ জমিয়ে তোলেছিল টাইগাররা। মুশফিক লড়েছেন ফ্রন্ট অব দ্য ট্র্যাক থেকে। পাহাড়সম লক্ষ্য ডিঙাতে, বৈঠা ছিল মুশফিকের হাতে। তবে ব্যক্তিগত সফলতা পেলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে নোঙর করাতে পারেননি।

২০ জুন ২০১৯, বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখী হয়েছিল বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। টসে জিতে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া সংগ্রহ করেছিল ৩৮১ রান। অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের অতিমানবীয় ১৬৬ রানের ইনিংসের সামনে ম্লান হয়ে যায় মাশরাফি-সাকিবরা। ১৪৭ বলের ঐ ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছিলেন ওয়ার্নার।

দলের হারের দিনে অর্জনের ঝুলি ভরে গিয়েছিলো উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। পেয়েছিলেন নিজের বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথমবার তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করার তৃপ্তি। দলীয় ৩২৫ রানের মধ্যেই নেই সাতটি উইকেট। ৯৯ রান নিয়ে তখনো ক্রিজে লড়ছেন মিস্টার ডিপেন্ডেবল।

৪৯ তম ওভারে, ব্যক্তিগত শেষ স্পেলের ১০ নম্বর ওভারের শেষ বলটি করতে বোলিং মার্কে দাঁড়িয়ে মিচেল স্টার্ক। লম্বা লম্বা পায়ে রান-আপ, দৌঁড়ের গতি বাড়িয়ে এসে বল ছুড়লেন। এবার কাভারে পুশ করলেন মুশফিক, দৌঁড়ে এক রান। সাথে সাথে পৌঁছে গেলেন তিন অংকে। প্রথম সেঞ্চুরী উদযাপনের রেশটাও ছিল মধুরতায় ভরপুর। ব্যাট উঁচিয়ে ধরলেন ট্রেন্ট ব্রিজে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে।

শেষ পর্যন্ত দলের হার নিয়ে মাঠ ছাড়েন ১০২ রানে অপরাজিত থাকা মুশফিক। নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ থামে ৮ উইকেট হারিয়ে ৩৩৩ রানে। বাইশ গজ থেকে একরাশ হতাশা নিয়ে বের হয়ে আসার সময় মুশফিকের দিকে এগিয়ে আসে গোটা অজি টিম।

বীরত্বপূর্ণ ইনিংস খেলার স্বীকৃতি স্বরূপ ওয়ার্নার, ফিঞ্চ, স্মিথ, স্টার্কদের উষ্ম অভ্যর্থনায় সিক্ত হন বাংলাদেশী তারকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »