মুশফিকের ভুল ধরিয়ে দিলেন হার্দিক

নিউজ ডেস্ক »

২০১৬ টি২০ বিশ্বকাপের কথা সবারই মনে থাকার কথা। সেবার ভারতকে খুব কাছে গিয়েও হারাতে পারেনি বাংলাদেশ। শেষ ৩ বলে ৩ উইকেট হারিয়ে ২ রানের সহজ সমীকরণ মেলাতে পারেনি মুশফিক – রিয়াদরা। বোলার হার্দিক পান্ডিয়ার ফুলটসে বাউন্ডারিতে ধরা পরেন মুশফিকুর রহিম এবং মাহমুদ রিয়াদ। শেষ বলে ১ রান নিতে গিয়ে রান আউট হলে ১ রানে ম্যাচ জিতে নেয় ভারত। স্নায়ুচাপে সেবার হেরে যায় বাংলাদেশ। তবে মুশফিকের যায়গায় হার্দিক পান্ডিয়া হলে ৩ বলে ২ রানের সহজ সমীকরণ মেলাতে কখনই উড়িয়ে মারতেননা হার্দিক পান্ডিয়া। সিঙ্গেল নিয়ে হার এড়াতে চাইতেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দিনের গল্প বললেন হার্দিক। মুশফিকের মত ভুল কখনই করতে চাইবেননা বলেও জানান এই মারকুটে অলরাউন্ডার। সাক্ষাৎকারে পান্ডিয়া বলেন, ‘যদি আমি সে ম্যাচে ব্যাটিংয়ে থাকতাম, আমি এক রান নিয়ে নিরাপদ হতে চাইতাম। এরপর ম্যাচ শেষ করার জন্য বড় শট খেলার চেষ্টা করতাম।’

তবে সেদিনের মুশফিক-রিয়াদকে ছোড়া ফুলটসগুলি মোটেও পরিকল্পনায় ছিলোনা। ভুল করে ফুলটস পরে গিয়েছিল সেদিন। তবে ভাগ্য সহায়তায় বল দুটি কাজে লেগেছিলো বলে জানান পান্ডিয়া৷ পান্ডিয়া জানান,’আমি চিন্তা করেছি, এক রানের জন্য সবচেয়ে কঠিন বল যেটা সেটা করব। ভেবেছি ব্যাক অব দ্য লেংথ সবচেয়ে কঠিন হবে এক রানের জন্য। কিন্তু সে (মুশফিক) বড় শট খেলতে গিয়ে আউট হয়। পরে (মাহমুদউল্লাহকে) আমি ইয়র্কার করতে গিয়ে হয়ে যায় ফুলটস। আমি বিশেষ কিছু করিনি। ভাগ্যে ছিল, হয়ে গেছে।’

নিউজক্রিকেট / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »