মুশফিকের পরিকল্পনায় ছিল ট্রিপল সেঞ্চুরি!

মারুফ ইসলাম ইফতি »

বাংলাদেশ ক্রিকেটকে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির স্বাদ উপহার দিতে চেয়েছিলেন মুশফিকুর রহিম।কিন্তু দলের প্রয়োজনে ইনিংস ঘোষণা করার সিদ্ধান্তের কারনে পূরন হয়নি মুশফিকুর রহিমের লক্ষ্য।ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর লক্ষ্য থাকলেও দলের প্রয়োজন ও দলের জয়টা মুশফিকের কাছে সবার আগে।

ট্রিপল সেঞ্চুরি করার কোন ইচ্ছে কিংবা পরিকল্পনা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন: হ্যাঁ। আমি চেয়েছিলাম ইনিংসটিকে ট্রিপলে নিয়ে যেতে।ওইভাবে পরিকল্পনা সাজিয়েছিলাম।আমি আগে থেকে জানতাম না আজকেই আমরা ইনিংস ঘোষণা করে দিবো।চা বিরতিতেও এই ব্যাপারে দলীয় কোন পরিকল্পনা ছিল না।ইনিংস ঘোষণা করর আধ ঘন্টা আগে জানতে পারলাম শেষদিকে আমরা ওদের ৮-৯ ওভার ব্যাট করতে পাঠাবো।আমার পরিকল্পনায় ট্রিপল সেঞ্চুরি থাকলেও আমার কোন আক্ষেপ নেই।কারন আমার কাছে ব্যক্তিগত অর্জনের চাইতে দলের চাহিদাটা সবার আগে।

মুশফিক আরো যোগ করেন: এই মুহুর্তে আমরা ভাল অবস্থানে আছি।আশা করি আগামীকাল আমাদের বোলাররা যথাযথ ভাবে নিজেদের কাজ করতে পারলে ইনশাল্লাহ ভাল কিছু হবে আগামীকাল।

উল্লেখ্য, আজ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম।আজকের এই দ্বিশতকের কল্যানে এই মুহুর্তে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকের পাশাপাশি এই মুহুর্তে সর্বাধিক দ্বিশতকের মালিক মুশফিকুর রহিম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »