নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পোর্ট এলিজাবেথ টেস্টে দ্রুত ৫ উইকেট হারিয়ে টাইগাররা ধুঁকছে। এমন পরিস্থিতিতেও আগ্রাসী ব্যাটিংয়ের পক্ষে ব্যাটিং কোচ জেমি সিডন্স। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে যে ১৩৯ রান জড়ো করেছে বাংলাদেশ।
যদিও বেশিরভাগই রান এসেছে আগ্রাসী ব্যাটিংয়ের দ্বারা।
সিডন্স মনে করেন, প্রতিপক্ষ দলের রান পাহাড়ের বিপরীতে এভাবেই ব্যাটিং করা উচিৎ।
তিনি বলেন,”আমরা যেভাবে খেলি সেভাবেই লড়াইয়ের চেষ্টা করেছি। জিততে হলে তো ময়দানে নামতে হবে। খেলোয়াড়রাও তার ব্যাপারে অবগত। যেভাবে তারা শুরু করেছে তাতে আমরা খুশি। তবে সেই আগ্রাসন অনুসরণ করতে পারেনি।”
সুইপ মুশফিকের প্রিয় শট, তবে একইভাবে এই বিলাসী শটে অনেকবার আউটও হয়েছেন তিনি। সিডন্স যেহেতু আগ্রাসী ব্যাটিংয়ের পক্ষে, তাই শিষ্য মুশফিককে সুইপের অনুমতিও দিয়ে রাখলেন। যদিও মানছেন, এমন উইকেটে সুইপ খেলা হবে বড় ঝুঁকি গ্রহণ।
সিডন্স বলেন,”আমাদের স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী হতে হবে। আমাদের কিছু ঝুঁকি নিতে হবে। মুশফিক দারুণ সুইপ করে। উইকেটে টার্ন ও বাউন্স আছে কিছুটা, তবে আমরা সুইপ করে কোনো উইকেট এখনও হারাইনি। আমরা উইকেটগুলো অন্যভাবে হারিয়েছি। আপনি হয়ত রাব্বিকে সুইপ করতে দেখবেন না, কিন্তু মুশফিক এটা প্রায়শই করে। এটাই তার শক্তির জায়গা, সে এটা করবেও। আমরা তাকে সাহস যোগাই। হয়ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে সমস্যা নেই।”