মুশফিকের চোখে বাংলাদেশের সেরা তিন জয়!

নিউজ ডেস্ক »

৭ মে ডেইলি ক্রিকেটের পেজে লাইভে আসেন মুশফিকুর রহিম। সেখানে তার কাছে জিজ্ঞাসা করা হয় তার প্রিয় তিন ম্যাচ জয়ের কথা।

এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘প্রথমে ২০০৭ সালের বিশ্বকাপে ভারতের সাথে ম্যাচের কথা বলবো তখন আমি খুব নবীন ক্রিকেটার ছিলাম। আর ঐই বিশ্বকাপে ভারত দলে সব লিজেন্ড খেলোয়াড় ছিলো তারপরো আমরা ম্যাচ জিততে সক্ষম হয়েছিলাম। দ্বিতীয়ত ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে ম্যাচের কথা বলবো। অসাধারণ একটি জয় ছিলো। তৃতীয় জয় হলো ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সাথে জয়টি। এই তিন জয়টি আমার কাছে সবসময় অন্যরকম।’

উল্লেখ্য ৯ মে থেকে শুরু হবে মুশফিকের প্রথম ডাবল হ্যান্ড্রেডের ব্যাটটির নিলাম। ৫দিন ব্যাপী হবে এই নিলাম।

বাংলাদেশ সময়: ৩:৫৫ পিএম

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »