নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্লে অফ নিশ্চিতের ম্যাচে রোহিত শর্মার মুম্বাই ইন্ড্যান্সের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিল কলকাতা নাইট রাইডার্স।
প্রথমে ব্যাট করতে নামা কলকাতা নাইট রাইডার্স ওপেনিং জুটিতে ৪৯ রান করলেও তারপরই ঘটে ছন্দ পতন। ২৯ বলের বিনিময়ে ক্রিস লিন ৪১ রান করে বিদায় নিলে হাল ধরেন রবিন উথাপ্পা। উথাপ্পাকে এক প্রান্তে রেখে অপর প্রান্তের ব্যাটসম্যানরা যাওয়া আসার মিছিলে যোগ দিলে কিছুটা সঙ্গ দেন নিতিশ রানা। রানার ব্যাট থেকে আসে ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস। ৪৭ বলের মোকাবেলায় ৪০ রানের ইনিংস খেলে শেষ ওভারে উথাপ্পা ফিরে গেলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানের বেশি করতে পারেনি কলকাতা।
ছোট লক্ষ্যে খেলতে নেমে কলকাতার বোলারদের চুল পরিমাণ ছাড় দেননি মুম্বাইর ব্যাটসম্যানরা। ওপেনিং জুটিতে ৪৬ রান যোগ করে ডি কক ব্যক্তিগত ৩০ রানে ফিরলে অধিনায়ক রোহিত শর্মা সূর্যকুমার যাদবকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন ইনিংসের ২৩ বল বাকি থাকতে। রোহিত শর্মা অপরাজিত থাকেন ৪৮ বলে ৫৫ রানে এবং সূর্যকুমার অপরাজিত থাকেন ২৭ বলে ৪৬ রানে। মুম্বাই ম্যাচ জিতে নেয় ৯ উইকেটের বড় ব্যবধানে।
এই হারে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফ না খেলেই বিদায় নিতে হল আসর থেকে। অন্যদিকে প্লে অফ নিশ্চিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের।