মুম্বাইয়ের বোলিং কোচ হলেন ঝুলন গোস্বামী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০১৮ সাল থেকে ভারতে শুরু হওয়া ‘উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জ’কে চলতি বছরে প্রথমবারের মতো নারীদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এ রূপান্তর করা হচ্ছে। মুম্বাইয়ের বোলিং কোচ হিসেবে যুক্ত হলেন পেসার ঝুলন গোস্বামী। গত আসরেও নারীদের আইপিএলে খেলেছেন তিনি।

২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ঝুলন। ঝুলনের কোচিং এ তেমন অভিজ্ঞতা না থাকলেও নারী ক্রিকেটের সর্বকালের সেরা বোলারদের মধ্যে অন্যতম। তবে বাংলার মহিলা ক্রিকেট দলের মেন্টরের ভূমিকা পালন করেছেন তিনি।

ক্রিকেটার জীবনে দারুণ সফল ঝুলন। ভারতের হয়ে ১২টি টেস্ট, ২০৪টি ওয়ানডে ও ৬৮টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি ২৫৫টি উইকেট শিকার করেছেন ঝুলন। তিনি টেস্টে ৪৪টি ও আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে ৫৬টি উইকেট শিকার করেছেন।

নারীদের আইপিএলের নিলামে এবার বাংলাদেশের ৮ জন ক্রিকেটার থাকছেন। তারা হলেন, সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, নাহিদা আকতার, মারুফা আকতার, রিতুমনি ও স্বর্ণা আকতার।

আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএলের নারী ক্রিকেটের নিলাম অনুষ্ঠিত হবে। আসরটি মাঠে গড়াতে পারে ৫ মার্চ।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »