নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের একমাএ টেস্ট। টেষ্টে জিম্বাবুয়ের করা ১ম ইনিংসে ২৬৫ রানে জবাবে বাংলাদেশ তাদের ১ম ইনিংসে ব্যাট করছে।
২য় দিন শেষ করে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭১ ওভারে – ২৪০/৩ ( মুমিনুল ৭৯* আর মুশফিক ৩২* )
তৃতীয় দিনের প্রথম সেশনে অধিনায়ক মোমিনুল পেল শতকের দেখা।
এটি তার নবম শতক আর অধিনায়ক হয়ে প্রথম শতক।
আগের দিনের করা ৭৯* রানে অপরাজিত থেকে তৃতীয় দিনে এসে শতকের দেখা পান মিমি।
ক্রিজে আছেন মুশফিকও।তিনিও পেয়েছেন অর্ধশতকের দেখা।
মুমিনুল ও মুশফিকের এই জুটি থেকে ১৭৯ রানের পার্টনারশীপ গড়ে।
মুমিনুল ১১১* রানে আর মুশফিক ৯৯* রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ লিড নিয়েছে ৮৬ রান।
৩য় দিনের ১ম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯৯ ওভারে – ৩৫১/৩।
এখন চলছে মধ্যহ্ন বিরতি।