মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট বিসিবি সভাপতি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কোনো সন্দেহ ছাড়াই একসময় টেস্ট দলের সেরা পারফর্মার ছিলেন মুমিনুল হক। অনেকেই তাকে দলের কাণ্ডারি হিসেবেই ভাবতেন। তবে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা কাণ্ডে একটু আগেভাগেই টেস্টের নেতৃত্ব পেয়ে যান মুমিনুল। এরপরই শুরু হয় ছন্দপতন।

বর্তমান সময়ে মুমিনুলের ফর্ম এখন মোটেও প্রত্যাশিত পর্যায়ে নেই। গত ৯ ইনিংস ধরে পাচ্ছেন না দুই অঙ্কের রানের দেখা। ফর্মে ফিরতে মরিয়া মুমিনুল অবশ্য নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন। আরও নানা কারণে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ‘অধিনায়ক মুমিনুল’কেও।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে বোর্ডের কোনো আপত্তি নেই। তবে মুমিনুলের বর্তমান অফ ফর্ম উদ্বিগ্ন করে তুলেছে তাকে।

পাপন বলেন,”ওর অধিনায়কত্ব নিয়ে যে আমরা চিন্তিত তা না। সমস্যা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে। ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়ই৷”

ফর্ম হারিয়ে নিজেকে খুঁজে ফেরা মুমিনুল কতটা চাপে আছেন, তা বুঝতে পারছেন বিসিবি সভাপতি। তবে তার আশা, শীঘ্রই ছন্দ খুঁজে পাবেন মুমিনুল। আর এ নিয়ে মুমিনুলের সাথে আলোচনাও হবে।

তিনি বলেন,”যখন একজন অধিনায়ক পারফর্ম করে না তখন তার ওপর কী পরিমাণ মানসিক চাপ থাকে ভেবে দেখেন। আমরা আশা করতে পারি, সে দ্রুত যেন রানে ফিরে। ওর সাথে আমি আজ বসেছিলাম। কাল বা পরশু আবার বসব। তখন আলোচনা করে দেখব ও কী বলে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »