মিরাজের ভূয়সী প্রশংসায় কেকেআরের প্রধান নির্বাহী

নিউজ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটের তরুণ প্রতিভাবান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অনেকবারই প্রশংসিত হয়েছেন তার নজরকাড়া পারফরম্যান্সের কারণে। এবার মিরাজকে প্রশংসায় ভাসালেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান নির্বাহী ভেনকি মাইশোর।

আইপিএলের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) ও দল রয়েছে বলিউড কিং শাহরুখ খানের। সেই ত্রিনিবাগো নাইট রাইডার্স
দলটির প্রধান নির্বাহীও ভেনকি মাইশোর। ২০১৭ সালে সিপিএলে ত্রিনিবাগো দলের হয়ে খেলতে গিয়েছিলেন মিরাজ। সেইবার দল দারুণ খেললেও মিরাজকে থাকতে হয়েছে মাঠের বাইরে। কোন ম্যাচেই একাদশে সুযোগ হয়নি তার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি ‘পাওয়ার প্লে’ নামক অনুষ্ঠানে লাইভে এসে মিরাজ প্রসঙ্গ উঠলে মাইশোর বলেন, ‘তরুণ এই অলরাউন্ডারকে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় অলরাউন্ডার হিসেবেই মনে করছি আমি।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে এখন তরুণ অনেক দারুণ দারুণ সব ক্রিকেটার রয়েছে। এর মধ্যে থেকে মিরাজকে আমি খুবই পছন্দ করি। সে অসাধারণ একজন ক্রিকেটার। পাওয়ার প্লে’তে সে দারুণ বোলিং করে থাকে। এমনকি টেস্ট ম্যাচেও তাকে দেখেছি লম্বা সময় ধরে বোলিং করতে। নিচের পজিশনে সে ভালো ব্যাটিং করে। এমনকি সে ভালো একটা ছেলে। আমি তাকে খুব পছন্দ করি।’

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »