নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার তিনি।এতদিন তাই সমর্থকরা বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ, সাকিব হাসান। এইভাবেই ভালবাসা প্রকাশ করতো সাকিবের জন্য।
কিন্তু এবার মুদ্রার ওপিঠও দেখতে হলো সাকিবকে।
এই সাকিব কি কখনও ভেবেছিলেন, তার মতো ক্রিকেটারকেও শুনতে হবে দুয়ো, সেটাও আবার দেশের সমর্থকদের কাছ থেকে? সাকিব সেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন আজ (বৃহস্পতিবার)। মিরপুরে অনুশীলন শেষ করে গাড়িতে উঠার সময় কিছু সমর্থক ‘ভুয়ো-ভুয়ো’ বলে চিৎকার করতে থাকেন।